Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন না : মাহবুুব উল আলম হানিফ

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়া নিজেই মুক্তিযুদ্ধের চেতনা  ও স্বাধীনতা  বিশ্বাস করেন না। যদি উনি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করতেন, স্বাধীনতায় তার বিন্দু মাত্র আস্থা থাকতো, তাহলে মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিতেন না। সোমবার উত্তর তেমুহনী বালিকা বিদ্যা নিকেতন মাঠে ল²ীপুর জেলা কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হানিফ আরো বলেন, বেগম জিয়া বলেছেন ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দিবেন। সম্মান বেগম জিয়া কি দিয়েছে সেটা জাতি জানে। এ ধরণের বাহতা বাজি আর মিথ্যাচার বক্তব্য দিয়ে জনগণকে বোকা বানানো যাবেনা বলে মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ। জেলা কৃষকলীগ আহবায়ক ওমর হোছাইন ভুলুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি, মোতাহের হোসেন মোল্লা, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় সাংসদ এ কে এম শাহাজাহন কামাল, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ