পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সমর্থকদের সাথে আ’লীগের ২ বিদ্রোহী প্রার্থী সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবদ্ধিসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঐ উপজেলার ঢালারচর ইউনিয়নে এই সংঘর্ষ হয়। এ সময় ৬ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। সূত্র মতে, আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী সরদারের সমর্থকদের সাথে একই দলের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ও জুলহাস হোসেনের কর্মি সমর্থকদের মধ্যে রাতে সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৬ জন গুলিবিদ্ধ হন। তারা হলেন, পাশান শেখ, কালাম ফকির, আহেদ আলী, মাহতাব, আব্দুস সালাম, গোলাম খা। গুলিবিদ্ধদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী সরদার অভিযোগ করেছেন,প্রতীক বরাদ্দের পরই পাবনা-২ আসনের এম.পি খন্দকার আজিজুল হক আরজুর সর্মথনপুষ্ট নাসির উদ্দিন ও জুলহাস ও তার কর্মি সমর্থকরা কাটা রাইফেল, বন্দুক ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে। বৃহষ্পতিবার রাত ১১টার দিকে ঢালার চরের সিদ্দিক মোড়ে তার অফিসে হামলা ও গুলি বষর্ণ করে। তার সমর্থকরা প্রতিহত করতে গেলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে উঠে । সংঘর্ষে ৬জন গুলিবিদ্ধ হয়েছে। আহত কমপক্ষে ২৫ জন। এই হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বিদ্রোহী প্রার্থী সমর্থকরা । সূত্র মতে, এই ঘটনার সাথে এম.পি খন্দকার আজিজুল হক আরজুর কোন সম্পৃক্ততা নেই। এ ঘটনায় কোরবান আলী সরদার বাদী হয়ে আমিনপুর থানায় নাসির উদ্দিন ও জুলহাসের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০জনের নামে মামলা করেছেন। পুলিশ বলছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।