Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যান্ডউইথের দাম কমানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : সবার কাছে সহজলভ্য করতে ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম কমানো ও সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে কনফারেন্স অন ডিজিটাল গভর্নেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী সরকারের সব কার্যক্রম ডিজিটাল ব্যবস্থায় আনার পাশাপাশি তার সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, বর্তমানে প্রায় ১৮ হাজার ৫০০ সরকারি কার্যালয়ে ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। সরকারি সব কার্যালয়কেও এই সুবিধার আওতায় আনার কাজ চলছে। তিনি বলেন, সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেয়ার বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যান্ডউইথের দাম কমানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ