Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

এটিএম বুথে ডাকাতি কালিয়াকৈরে ২ ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের এটিএম বুথে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রাখালিয়াচালা ও টঙ্গি বোর্ডবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রাখালিয়াচালা এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ মিন্টু মিয়া (৩৫) ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার পদাডাঙ্গা গ্রামের রুহুল আমীন মোল্লার পুত্র লাবলু মোল্লা ইমন (২৮)। উল্লেখ্য, বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়ার কারখানার গেট সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের এটিএম বুথে মানি প্লান্ট নামের একটি অর্থ নিরাপত্তা গাড়িতে করে ঐ বুথের ভল্টে টাকা রাখার সময় ৮/৯ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল অতর্কিতে হামলা চালায়। এসময় ডাকাতরা ঐ বুথের নিরাপত্তাকর্মী এজাব উদ্দীনকে মারধর করে ১ কোটি ৯৪ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এঘটনায় এটিএম বুথের অফিসার মাসুদ রানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ উপজেলার রাখালিয়াচালা ও টঙ্গি বোর্ডবাজার এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মোঃ মিন্টু মিয়া (৩৫) ও লাবলু মোল্লা ইমন (২৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত ২ সদস্যকে গ্রেফতার করে। অপরদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি ইউনিয়নের, বাঁশদী কড়ইতলা গ্রামের পুকুর থেকে উদ্ধারকৃত এটিএম বুথে টাকা স্থানান্তরের ট্রাংক ও এটিএম কার্ড কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত ট্রাংক ও এটিএম কার্ড ডাকাতি হওয়া ওই এটিএম বুথের বলে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম বুথে ডাকাতি কালিয়াকৈরে ২ ডাকাত গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ