Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীদের উপর লাঠিচার্জে ট্রেন অবরোধ

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী স্টেশনে রেলওয়ের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে, যাদের অধিকাংশই রেলওয়েতে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে এসেছিলো। এদিকে লাঠিচার্জের প্রতিবাদে পরীক্ষার্থী ও ট্রেনযাত্রীরা রাজশাহী-খুলনাগামী কপোতাক্ষ ট্রেন প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কয়েক হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে আসে এর মধ্যে খুলনা বিভাগ থেকে আসা বিপুল পরিমাণ পরীক্ষার্থী ছিল। পরীক্ষা শেষে খুলনা বিভাগের পরীক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য দুপুর দুটার কপোতাক্ষ ট্রেনের টিকিট নেয়। ট্রেনের আসন সংখ্যার চেয়ে কাউন্টার থেকে অন্তত ৩/৪শ অতিরিক্ত টিকিট বিক্রি করা হয়। ওই টিকিট যাত্রীরা ট্রেনে উঠার পরে প্রত্যেকটি বগিতে উপচেপড়া ভীড় সৃষ্টি হয়। ট্রেন ছাড়ার আগ মুহুর্তে রেলওয়ে পুলিশ গিয়ে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে যাত্রীরা আপত্তি তুললে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় অন্তত ১০জন আহত হয়।
প্রতিবাদে যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইনে গিয়ে দাঁড়িয়ে ট্রেন অবরোধ করে। পরে স্টেশনের কর্মকর্তারা পরবর্তি ট্রেনে অতিরিক্ত বগি লাগিয়ে ওই যাত্রীদের নিয়ে যাওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয়। এর পর ৪০ মিনিট বিলম্বে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে তারা স্টেশন মাস্টারের রুমের সোমনে গিয়ে টিকেটের টাকা ফেরত পেতে ভীড় করে। রাজশাহী স্টেশন মাস্টার জানান , যেসব যাত্রী যেতে পারেননি, তাদের পরবর্তি ট্রেনে নিয়ে যাওয়া হবে। কাউকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রীদের উপর লাঠিচার্জে ট্রেন অবরোধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ