Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থানীয় সরকার বিভাগে ৮১৪ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম


বিল চেয়ে সচিবকে চিঠি
স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৮১৪ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ও কোম্পানিগুলোকে দীর্ঘ দিনের এ বকেয়া ফেরত দেওয়া হচ্ছে না। বকেয়া বিল পরিশোধে হস্তক্ষেপ ও সহযোগীতা চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেককে চিঠি দিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস। গত ২ মে  এদিকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে জানা গেছে, শুধু স্থানীয় সরকার নয় সরকারি ও স্বায়ত্বশাসিত আরও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এজন্য বিতরণকারী সংস্থা বা  কোম্পানিগুলোকে আর্থিক সংকটে পড়তে হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা ও পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ সর্বোচ্চ। স্থানীয় সরকার সচিবকে লেখা চিঠিতে বলা হয়, গত ডিসেম্বর পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন প্রতিষ্ঠানগুলোর কাছে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি সংস্থা ও কোম্পানির মোট পাওনা ৮১৪ কোটি ৩০ লাখ টাকা। ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন  কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংস্থার পাওনা ৩০৮ কোটি ৬৭ লাখ টাকা। স্থানীয় সরকার বিভাগ ও এর অধীনন্ত প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন  বোর্ড (বিউবো) ২৩৫ কোটি ৬৩ লাখ টাকা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ১৮ কোটি ৯৯ লাখ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ( ডেসকো) ৪১  কোটি ২০ লাখ, ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ৮২  কোটি ১৭ লাখ এবং নর্থ ওয়েস্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের (নওজোপাডিকো) ১২৭ কোটি ৬২ লাখ টাকা পাবে। চিঠিতে আরো সচিব লিখেছেন, দেশে আর্থ-সামাজিক উন্নয়নে বিদ্যুতের ভূমিকা অপরিসীম। সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করে সঞ্চালন ও বিতরণ উন্নয়নে প্রয়াস নিয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে সরকারের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ইতোমধ্যে সরকার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৫ হাজার ৩৭৯  মেগাওয়াটে উন্নীত করেছে। এই উৎপাদন অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বৃদ্ধি করতে প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ বিদ্যুুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকার কারণে বিভিন্ন বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা ও পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানিগুলোকে বিদ্যুৎ ক্রয় করে বিতরণ করতে হয়। গ্রাহক সেবা উন্নত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন বিতরণ কোম্পানি গঠন করেছে। সেখানে সরকারি ভর্তুকি প্রদানের কোন সুযোগ নেই। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিতরণকারী সংস্থা বা কোম্পানিগুলোকে আর্থিক সংকটে পড়তে হচ্ছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানিগুলোকে টিকে থাকতে হলে সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করা একান্ত অপরিহার্য’ বলে চিঠিতে লিখেছেন বিদ্যুৎ সচিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থানীয় সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ