Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিক দেবী মূর্তি রমজানের আগেই অপসারণ করুন-মহাসচিব, ইসলামী আন্দোলন

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, মূর্তি অপসারণে অযথা বিলম্ব করা কারো কাছেই গ্রহণযোগ্য নয়। অপসারণের পরিবর্তে ঢেকে দেওয়ার কোন উদ্যোগও যেন গ্রহণ করা না হয়। বিকল্প ব্যবস্থা নিলে ইসলামী জনতা ফুঁসে উঠতে বাধ্য হবে। গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক মতিবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আতাউর রহমান আরেফী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।
মহাসচিব বলেন, গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী আলেম সমাজকে আশ্বস্ত করে বলেছিলেন যে, গ্রীক দেবীর মূর্তি আমি নিজেও পছন্দ করতে পারছি না। আপনারা আমার প্রতি আস্থা রাখুন। আমি এটিকে এখান থেকে সরানোর জন্য যা যা করার দরকার তাই করবো এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা প্রধানমন্ত্রীর এই ঘোষণার দ্রুত বাস্তবায়ন চায়। অন্যথায় তারা যে কোন সময় ফুঁসে উঠলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মূর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ