পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোর্ট রিপোর্টার : রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করে। পরে শুনানী শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিনের এ আদেশ দেন।
এ বিষয়ে আদারত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান. প্রত্যেক মামলায় দুই হাজার টাকা করে মুচলেকায় আসামিকে জামিন দিয়েছেন আদালত।
মামলার নথি সূত্রে জানাগেছে, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় পুলিশের কর্তব্যকাজে বাধাদান, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় এ মামলা তিনটি দায়ের করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।