Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে কৃষি-অর্থনীতিতে বড় ধাক্কা সোয়া লাখ টন কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম


নাছিম উল আলম : খাদ্য উদ্বৃত্ত দক্ষিণাঞ্চলে সা¤প্রতিক অসময়ের অতি বর্ষনে প্রায় সোয়া লাখ টন কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। এমনকি গত মার্চ ও এপ্রিলে দুদফায় প্রায় সাড়ে ৫শ মিলিমিটারের অসময়ের অতি বর্ষনে কৃষিক্ষেত্রে সা¤প্রতিককালের ভয়াবহ ক্ষতি হলেও লক্ষ লক্ষ কৃষকের আহাজারী কেউ শুনছেনা। দক্ষিনাঞ্চলে কৃষি পূণর্বাশনে কোন উদ্যোগও এখনো গ্রহন করা হয়নি। ফলে প্রায় ৫লাখ টন খাদ্য উদ্বৃত্ত দক্ষিনাঞ্চলের কৃষি-অর্থনীতিতে এবার যথেষ্ঠ বিরূপ প্রভাব পড়ার আশংকা রয়েছে। দক্ষিণাঞ্চলের ৬টি জেলার মধ্যে ভোলা, পটুযাখালী ও বরগুনাতেই ব্যাপক ফসলহানী ঘটেছে সা¤প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে।
তবে তুলনামূলকভাবে বোরো ও আউশ ধানের ক্ষতি কিছুটা কম হলেও মুগডাল, মরিচ, তিল, সয়াবিন, চিনাবাদাম, মিষ্টিআলু, তরমুজ ও গোল আলুর ক্ষতি মারাত্মক। গত মার্চের অতি বর্ষনে ভোলা, বরগুনা ও পটুয়াখালী সহ দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে শুধুমাত্র তরমুজ ও গোল আলুর ক্ষতি পরিমানই ছিল প্রায় ৫শ কোটি টাকা। কৃষি স¤প্রসারন অধিদফ্তরের দায়িত্বশীল সূত্রের মতে গত মার্চের বর্ষনে দক্ষিনাঞ্চলে এবার তরমুজের ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৩শ কোটি টাকা। ভোলাতে এক গোল আলু চাষি নিজের জমির ভয়াবহ ক্ষতি সহ্য করতে না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মার্চের অতিবর্ষনে গ্রীস্মকালীন সবজি সহ আরো বেশ কিছু ফসলেও যথেষ্ঠ ক্ষতি হয়েছে। মার্চের ক্ষতি কাটিয়ে না উঠতেই গত ২০ থেকে ২৪ এপ্রিল প্রায় ৩৩০মিলিমিটার বর্ষনে দক্ষিণাঞ্চলের কৃষি সেক্টরে আরো ভয়াবহ দূর্যোগ নেমে আসে। ডিএই’র দায়িত্বশীল সূত্রের মতে এসময়ে বরিশাল,পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠীর মাঠে থাকা প্রায় সাড়ে ৩লাখ হেক্টর জমির ফসলের মধ্যে ১লাখ ৪২হাজার হেক্টর প্লাবিত হয়। যার মধ্যে প্রায় ১লাখ ৪১হাজার হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্থ। ডিএইর হিসেব অনুযায়ী এর মধ্যে দক্ষিনাঞ্চলে প্রায় ৪২হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। যা মোট ফসলী জমির প্রায় ১২%। এ হিসেব এবারের অতিবর্ষনে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে প্রায় ১লাখ ১৫হাজাার টন ফসল উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে।
ডিএই’র হিসেবে ক্ষয়ক্ষতির তালিকায় মিষ্টি আলুর অবস্থানই শীর্ষে। স¤প্রতিক বর্ষনে দক্ষিণাঞ্চলের ৬টি জেলায় প্রায় ২৯হাজার টন মিষ্টি আলুর উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। এর পরেই অবস্থান শাক-সবজির। এবারে ২৪হাজার টন শাক-সবজির উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণাঞ্চলে। এছাড়া প্রায় ১৯হাজার টন মুগডাল, ১৬হাজার টন মরিচ, দেড় হাজার টন তিল,সারে ৫হাজার টন সয়াবিন ও প্রায় ৭হাজার টন চিনাবাদ মের উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। দেড়শ টনের মত সূর্যমূখী এবং মার্চ ও এপ্রিলে দুদফার বর্ষনে প্রায় দেড় লাখ টন তরমুজের উৎপাদন ক্ষতিগ্রস্থ্ হয়েছে। এর মধ্যে গত এপ্রিলের অতিবর্ষনে তরমুজের উৎপাদন ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৭হাজার টন। এছাড়া প্রায় ৫শ টন বোরা ও ৪হাজার টন স্থানীয় ও উফশী আউশ ধানের উৎপাদন ক্ষতি হয়েছে। মুগডাল, মিষ্টি আলু এবং তিল, সয়াবিন ও চিনাবাদামের মত তেল বীজের ক্ষতি বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে । শুধুমাত্র তেল বীজের উপদান ক্ষতির পরিমানই প্রায় ১৫হাজার টন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন চরাঞ্চলে প্রতিবছর বিপুল পরিমাণ সয়াবিন তেল বীজের আবাদ ও উৎপাদন হয়ে থাকে। যা দেশের বিভিন্ন পোল্ট্রী ফিড-এর পুষ্টিকর খাবার উপাদান হিসেব ব্যবহৃত হয়। কিন্তু প্রায় সাড়ে ৫হাজার টন সয়াবিন-এর উৎপাদন ক্ষতি এ অঞ্চলের কৃষকদের অনেকটাই সর্বশান্ত করে দিচ্ছে।
গত এপ্রিলে দ্বিতীয় দফার অতিবর্ষনে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে ভোলাতে প্রায় ৭৭হাজার হেক্টর, পটুয়াখালীতে প্রায় ৩৫হাজার হেক্টর, বরগুনাতে পনের হাজার হেক্টর, বরিশালে প্রায় ২০হাজার হেক্টর, পিরোজপুরে ২৭০হেক্টর ও ঝালকাঠীতে প্রায় ৩হাজার হেক্টর জমির ফসল কমবেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষিবীদদের মতে, এবার এমন সময়ে ফসল ক্ষতিগ্রস্থ হল যে, তা কাটিয় ওঠার জন্য অপতত নতুন করে আবাদও সম্ভব হচ্ছে না। এঅঞ্চলের কৃষকদের আমন আবাদের জন্য আরো দুমাস অপেক্ষা  করতে হবে। বীজতলা তৈরীর কাজ শুরু হবে আরো মাস দেড়েক পরে। ভাটির অপেক্ষাকৃত নিচু অঞ্চল বিধায় আমন ও বোরো সহ সব ফসল আবাদেই কিছুটা বিলম্ব ঘটে থাকে। ইতোমধ্যে ৩০ভাগ বোরো কর্তন সম্পন্ন হয়েছে দক্ষিণাঞ্চলে। দক্ষিণাঞ্চলের মাঠে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া বোরো ও আউশ ধানকে এখন যক্ষের ধনের মত আগলে রাখছেন কৃষিযোদ্ধাগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ