Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে ১০ এপ্রিল হাজিরের নির্দেশ

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার  : রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল খালেদার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন। এর আগে খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি শুনানীতে আদালতকে বলেন, এ মামলায় আদালতের সমন পেয়ে খালেদা জিয়ার পক্ষে আমরা হাজির হয়েছি। শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ আদালতে আসতে পারেননি। তাই নতুন ধার্য করা পরবর্তী তারিখে অবশ্যই তিনি আদালতে আসবেন। অপর দিকে মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, মামলার পরবর্তী তারিখে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বাদীর আবেদনটি নথির সঙ্গে সংযুক্ত করে রাখেন। এরআগে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি সমন জারি করেন আদালত।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত। রাজধানীর বকশি বাজারস্থ আলীয়া মাদ্রাসার মাঠে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়াকে ১০ এপ্রিল হাজিরের নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ