পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তরুণদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। দেশপ্রেমের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হবে।
রাজধানীর মৌচাকে শহীদ ফারুক ইকবালের সমাধিতে গতকাল বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ৩ মার্চ শহীদ ফারুক ইকবালের ৪৫তম শাহদাৎবার্ষিকী পালিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাশেদ খান মেনন বলেন, দেশকে ভালোবাসলে স্বাধীনতার প্রথম শহীদ ফারুক ইকবালের মতো গর্বে ফোলানো বুক বুলেট বিদ্ধ হয়। আর তাই যুগে যুগে ফারুক ইকবালরা প্রমাণ করে গেছেন প্রকৃত ভালোবাসা জীবনের চেয়ে মহৎ।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মার্চের প্রথম দিন ইয়াহিয়া খান একপেশে সিদ্ধান্ত নিয়ে ৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে পাকিন্তানের ভাঙনপর্ব নিশ্চিত হয়ে যায়। সমগ্র পূর্ব বাংলায় প্রতিবাদ ও বিক্ষোভের বিস্ফোরণ ঘটে। জনতা রাজপথে স্বাধীনতার দাবিতে ১ দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ মুক্তি ও স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা প্রদান করেন।
তিনি বলেন, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের অবসানে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে ফারুক ইকবালরা জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় এ মহান বীরের নামে প্রতিষ্ঠিত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।
প্রসঙ্গত, ১৯৭১ সালের অগ্নিঝরা ৩ মার্চ স্বাধীনতার দাবিতে সোচ্চার জনতার বিক্ষোভ মিছিলে পাকজান্তা গুলি চালালে ফারুক ইকবাল মৃত্যুবরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।