Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্চের তুলনায় এপ্রিলে সামাজিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পর্যবেক্ষণ ও গবেষণা

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম


বিভিন্ন স্থানে নিহত ৩৪, আত্মহত্যা ৫৮ জনের এবং ৫৫ নারী-শিশু ধর্ষণের শিকার
স্টাফ রিপোর্টার : এপ্রিলে সামাজিক সহিংসতায় দেশের বিভিন্নস্থানে ৩৪ জন নিহত, ৫৮ জন আত্মহত্যা করেছেন, আর ধর্ষণের শিকার হয়েছেন ৫৫ নারী ও শিশু। মার্চের তুলনায় এপ্রিল মাসে সামাজিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এপ্রিল মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি। সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এ চিত্র সামনে আসে। পারিবারিক ও সামাজিক নৃশংসতার বিষয়টি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে সংস্থার এক বিবৃতিতে উল্লেখ করে বলা হয়েছে, শিশু হত্যা, শিশু ধর্ষণ, গণ ধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য এ মাসে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এপ্রিল মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, এপ্রিল মাসে সারা দেশে আত্মহত্যা করেছে ৫৮ জন। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩৬ জন নারী ও ৫ জন শিশু। পারিবারিক দ্ব›দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানী, পরীক্ষায় খারাপ ফলাফল, এমনকি পছন্দের পোশাক কিনতে না পারার কারণেও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, এভাবে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘন অব্যাহত থাকলে একদিকে যেমন দেশের অগ্রগতি ব্যাহত হবে, অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের সঠিক প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন পর্যায়ে কাউন্সিলিং, আইন-শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, ভালো কাজের জন্য পুরস্কার, সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, স্কুল-কলেজগুলোতে সচেতনতামূলক কার্যক্রম, মিডিয়ায় এসব পরীক্ষামূলক সম্প্রচার ইত্যাদির মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, এসব ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রয়োগ করতে সবার আগে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মার্চ মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৫৫ জন নারী ও শিশু। এদের মধ্যে শিশু ২২ জন, ২৩ জন নারী। ৭ জন নারী গণধর্ষণের শিকার হন ও ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ মাসে চট্টগ্রামের সীতাকুন্ডে শারমিন আক্তার নামে এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এপ্রিল মাসে ১৮ শিশুকে হত্যা করা হয়। নির্যাতনের শিকার হয় ৩৮ জন। এদের মধ্যে বাবা-মায়ের হাতেই হত্যার শিকার হয়েছে ৪ শিশু। এ মাসে ঢাকার আশুলিয়ায় মাদকাসক্ত এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে যন্ত্র চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া যৌতুকের কারণে প্রাণ দিতে হয়েছে ৭ জন নারীকে। নির্যাতনের শিকার হয় ৫ জন। সাতক্ষীরায় যৌতুকের দাবিতে এক সন্তানের মাকে হত্যা করে স্বামীর বাড়ির লোকেরা। জামালপুরে যৌতুকের জন্য এক গৃহবধূকে পিটিয়ে আহত করে পাষন্ড স্বামী। পারিবারিক কলহে এপ্রিল মাসে নিহত হন ৪৪ জন, এদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ২৬ জন। এদের মধ্যে স্বামীর হাতে নিহত হন ১৯ জন নারী। আর স্ত্রীর হাতে নিহত হন ৪ জন স্বামী।
পারিবারিক সদস্যদের মধ্যে দ্ব›দ্ব, রাগ, পরকীয়াসহ বিভিন্ন পারিবারিক কারণে এই সব মৃত্যু সংঘটিত হয় বলে জানা গেছে। পারিবারিক কলহের কারণে ফেনীতে ছেলের দা-এর কোপে নিহত হন বাবা। পাশাপাশি সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ৩৪ জন। আহত হয়েছেন ৬৭২ জন। সামাজিক সহিংসতায় আহত ও নিহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবেশী নারীকে হত্যা করে আরেক প্রতিবেশী। আর এ ঘটনায় আহত হন ৫ জন। এপ্রিল মাসে সারাদেশে সন্ত্রাসী হামলায় নিহত হন ৮১ জন। ঢাকার ধামরাইয়ে জুবেদা আক্তার নামের এক কলেজ ছাত্রীকে চোখ উপড়ে ও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। রাজধানীর গুলশানে নিজ বাড়িতে এক ব্যবসায়ীকে হত্যা করে দুর্বৃত্তরা।
এছাড়াও অন্যান্য সহিংসতার ঘটনায় এপ্রিল মাসে ৮ জন এসিড নিক্ষেপের শিকার হয়। মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৩জন, আহত হয় ৫ জন। সড়ক দুর্ঘটনায় এ মাসে নিহত ২১৬ ও আহত ৩৫২ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎস্পৃষ্টে, বজ্রপাতে  মারা গেছে ১১১ জন। গণপিটুনিতে নিহত ২, আহত হয় ৫ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৫ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ