পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুনামগঞ্জ সংবাদদাতা : হাওরের ফসল রক্ষা বাঁধে দুর্নীতি হলে কেউ পার পাবে না বলে হুঁশিয়ার করেছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
গতকাল (শুক্রবার) সুনামগঞ্জে এসে তিনি বলেন, দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় ও দুদকের তদন্ত দল কাজ করছে। তিনটি জায়গা থেকে আমরা অনুসন্ধান করছি। আগাম বন্যায় সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রেক্ষিতে হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে।
মন্ত্রী বলেন, গতবারও দুর্নীতির অভিযোগ পাওয়ায় ৫০ ভাগ বিল দেওয়া বন্ধ করেছিলাম। আমার কাছে অনেক তদবির গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু বিল ছাড় দেইনি। এবারও মাত্র নয় কোটি টাকা বিল দেওয়া হয়েছে। বিল দেওয়া বন্ধ করে দিয়েছি।
পাহাড়ি ঢল বন্ধ করা যাবে না, তা সম্ভবও নয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের যা করতে হবে তা হলো, নদীগুলো খনন করতে হবে যাতে ঢলের পানি দ্রæত চলে যায়, কম ফলনের ও কম সময়ের চারা রোপন করতে হবে।
আমাদের যে বাঁধগুলো আছে সেগুলোর উচ্চতা বাড়ানো ঠিক কিনা তা সবার সাথে আলোচনা করতে হবে। কারণ এখানে মাছের ব্যাপার আছে, পরিবেশের ব্যাপার আছে, সেই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।
দুপুরে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্থ হাওর এলাকা পরির্দশনের আগে সার্কিট হাউজে সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সাংসদ শাহানা রব্বানীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।