পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : স্থানীয় যুবলীগ নেতা-কর্মী নামধারীদের চাপ ও হুমকির মুখে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বালু ভরাটের কাজ বন্ধ হয়ে গেছে। সূত্রমতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হওয়ার প্রথম পর্যায় থেকেই সব সাব-কন্টাক্টের কাজ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হাতে নেয়ার জন্য বারংবার বাধাগ্রস্ত হয়। আবার দেন দরবার করে চালু হয়। বালু, ইট সরবরাহ, মাটি কাটার কাজ সবই তাদের হাতে নিয়ন্ত্রণ করতে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা চাপ প্রয়োগ করতে থাকেন। প্রকল্পের এই সব কাজের জন্য টেন্ডার আহŸান করা হয়। শুরু হয় সাব-কন্টাক্ট নেয়ার প্রতিযোগিতা। এ ব্যাপারে ভূমিমন্ত্রীর ছাফ জবাব ‘আমি কিছু জানি না।’ ওরা আমার কথাও শোনে না।’ ওরা দলের কেউ নয়।’ গত বুধবার রাতে ৩০ থেকে ৪০ জন যুবলীগ নামধারী নেতাকর্মী একটি ট্রলারে করে পদ্মা নদী দিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় আসেন। তারা নেমেই মহড়া শুরু করেন। এদের মহড়া দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে পারমাণবিক কাজে নিয়োজিত রাশিয়ান ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও অন্যান্য কর্মীরা নিজেদের সেডে ঢুকে পড়েন। মহড়া শেষে ক্ষমতাসীন দলের নামধারী নেতা-কর্মীরা বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন নিয়ে যান। পরদিন আবার মহড়া শুরু হলে প্রকল্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বৃহস্পতিবার থেকে র্যাব সদস্যদের টহল জোরদার করা হয়েছে। শুক্রবারও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের টহল চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার সাংবাদিকদের বলেন, বালু ভরাটের কাজ নিয়ে ঠিকাদারদের সাথে স্থানীয় কতিপয় যুবকের দ্ব›দ্ব চলে আসছিল। এই যুবকরা যুবলীগের সদস্য কিনা এ বিষয়ে তিনি ‘স্পষ্ট’ করে কিছু বলেননি। ঘটনাস্থলে পৌঁছে কাউকে খুঁজে পাননি বলে জানান। মাটি ভরাটের কাজ আপাতত: বন্ধ এই খবরের সত্যতা নিশ্চিত করেন। এদিকে, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ সাংবাদিকদের জানান, তাদের কোন নেতা-কর্মী এহেন ঘটনার সাথে জড়িত নেই। তিনি এবং তার সংগঠন এই ঘটনার নিন্দা জানান। সূত্রমতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণকৃত ৮০০ একর জায়গায় বালু ভরাটের কাজ পেয়েছে, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স (টিসিইএল) লি:সহ কয়েকটি প্রতিষ্ঠান। টিসিইএল-এর ডিজিএম আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, রূপপুর প্রকল্পে বালু ভরাটের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান হলোÑ ‘এটমস্ট্রয় এক্সপোর্ট’ আর ‘অর্গানার স্ট্রয়’ নামে প্রতিষ্ঠান। অর্গানার স্ট্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ কোটি ঘনফুট বালু ভরাটের কার্যাদেশ পায়, টিসিইএল। এই কার্যাদেশ পাওয়ার পর থেকেই নানা ধরনের হুমকি পান তারা। এ ব্যাপারে ১৭,১৯ ও ২০ এপ্রিল ঈশ্বরদী থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আলাদা তিনটি অভিযোগ করা হয়েছে।
সূত্রমতে, বুধবার তারা ১০টি ড্রেজার ও ৫টি বাল্কহেড (বালু বোঝাই কার্গো) নিয়ে প্রকল্প এলাকায় বালু ভরাটের কাজ শুরু করেন। সন্ধ্যার পর হঠাৎ ৩০-৪০ জন যুবক একটি ট্রলারে করে পদ্মা নদী পাড়ে নামেন। তারা হেঁটে প্রকল্প এলাকার বালু ভরাটের স্থানে আসেন এবং নিজেদের যুবলীগ- নেতা-কর্মী বলে পরিচয় দেন। তারা ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মীদের একটি ট্রলারে তুলে তাড়িয়ে এ সময় সেখানে পারমাণবিক প্রকল্প পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। খবর পেয়ে ঈশ্বরদী থানার ওসির নেতৃত্বে আরো একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে যুবকরা সেখান থেকে একটি ট্রলারে চড়ে চলে যান। কিছুক্ষণ পর তারা পদ্মা নদীতে ট্রলারে করে তাড়িয়ে দেয়া ঠিকদারী প্রতিষ্ঠানের লোকজনের উপর চড়াও হন এবং একটি ড্রেজার মেশিন নিয়ে চলে যান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আনিছুর রহমান সাংবাদিকদের জানান, ঐ যুবকদের কাউকে পুলিশ চিনতে পারেনি। পরে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিমে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ড্রেজার মেশিন উদ্ধার করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বেও ইট সরবরাহ নিয়ে জটিলতায় হুমকির মুখে কয়েকদিন ইট সরবরাহ বন্ধ ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।