Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইতে এগ্রো ফার্মের ৫ জনকে পুরস্কৃত করলেন গৃহায়নমন্ত্রী

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার করেরহাট অলিনগর এলাকায় নাহার এগ্রো গ্রুপের পোল্ট্রি ব্রীডার ফার্ম উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান গত মঙ্গলবার  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উৎপাদনমুখী এগ্রো ফার্মে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৫ জন দায়িত্বরত কর্মকর্তাকে ২০ হাজার টাকা করে নগদ পুরস্কার প্রদান করেন।  এ সময় ফাহিম উদ্দিন ভূঞা এবং মোঃ আলাউদ্দিন বিশেষ পুরস্কার গ্রহণ করেন।  
অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন নাহার এগ্রো গ্রুপ প্রান্তিক পর্যায়ের খামারীদের অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি অকৃষি জমিতে ফার্ম স্থাপন করে পরিবেশবান্ধব পোল্ট্রি শিল্প গড়ে তুলছে যা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন বর্তমান সরকার পোল্ট্রি সেক্টরে প্রণোদনা প্রদান করছেন। এতে করে মানুষ পোল্ট্রি শিল্পের প্রতি আগ্রহী হয়ে উঠছে। তিনি বলেন, আমাদের সরকার প্রান্তিক পর্যায়ের সকল খামারিদের পাশে আছে থাকবে। নাহার এগ্রো গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো: রকিবুর রহমান টুটুলের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক লেঃ কর্নেল মোঃ তৌফিকুল ইসলাম পিএসসির (অবঃ) সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ সামসুদ্দোহা শিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মীরসরাইতে এগ্রো ফার্মের ৫ জনকে পুরস্কৃত করলেন গৃহায়নমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ