Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রথমবারের মতো ২৮ বিলিয়ন ডলার বা ২ হাজার ৮০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানিতে ভালো প্রবৃদ্ধি হওয়ায় রিজার্ভ বেড়ে ২৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা রিজার্ভের পরিমাণ গত বছরের ২৯ অক্টোবর প্রথমবারের মতো ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে গত বছরেরই আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার, জুনে ২৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল।
তারও আগে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহ ও রফতানিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র ঃ নতুনবার্তা


জেজেআই সিবিএ নির্বাচনে ছাতা প্রতীকের জয়
অভয়নগর (যশোর) উপজেলা সংবদদাতা ঃ রাষ্ট্রায়ত্ত যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) সিবিএ নির্ধারণী নির্বাচনে হারুন আর রশিদ মল্লিকের রেজিস্ট্রেশন নং ১৭ ছাতা প্রতিক জয়লাভ করেছে। গতকাল (বৃহস্পতিবার) সকালে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা। ১ হাজার ৪শ’ ৫০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪শ’ ৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি শ্রমিক সংগঠন ১৭ নং রেজিস্ট্রেশনে হারুন আর রশিদ মল্লিক ছাতা প্রতীক নিয়ে এবং ১৭৫৮ নং রেজিস্ট্রেশনে এসএম কামরুজ্জামান চুন্নু সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ছাতা প্রতিক ৮শ’ ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং ৬শ’ ১ ভোট পেয়েছেন এসএম কামরুজ্জামান চুন্নু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ