পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে, মেক্সিকো এবং কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং এটা খুবই সম্ভব যে, এ তিনটি দেশ এ রকম একটি চুক্তিতে পৌঁছাতে পারে, যাতে ২৩ বছরের পুরোনো নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা নাফটা’য় আমূল পরিবর্তন আনা যায়।
এক টুইটার বার্তায় ট্রাম্প গতকাল বলেন যে, এর আগের দিন তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিখ পেনা নিয়েটো এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে ফোন পেয়েছেন। তারা বলছেন, এই নাফটা চুক্তি বাতিল না করে এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এতে রাজি হয়েছেন। তবে ট্রাম্প এ কথাও বলেন যে, আমরা যদি এ ব্যাপারে ন্যায্য চুক্তি না করতে পারি, তা হলে আমরা নাফটা বাতিল করে দেবো।
নির্বাচনী প্রচার অভিযানের সময়ে তিনি নাফটার সমালোচনা করেছেন। বলেছেন, এই চুক্তি আমেরিকান শ্রমিকদেরকে অসুবিধায় ফেলেছে। বিশেষত যখন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সস্তা শ্রমের জন্য তাদের কাজ মেক্সিকোতে সরিয়ে নেয়ার কারণে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।
ট্রাম্পের গতকালের মন্তব্যের আগেই হোয়াইট হাউজ বলেছে যে, এই এই তিন নেতা নাফটার ব্যাপারে আবারও দ্রæত আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন যাতে তিনটি দেশই উপকৃত হয়। সূত্র : ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।