Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবশেষে পতন থামলো শেয়ারবাজারে

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক  রিপোর্টার ঃ অবশেষে পতন থেমেছে দেশের শেয়ারবাজারে। গতকাল (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। দিনভর উত্থান-পতনের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১০.৬৬ পয়েন্ট। এর ফলে দিনশেষে ডিএসই সূচক ৪৪৭২ দশমিক ৮৩ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এর আগে টানা ৬ দিন টানা দরপতন হয়েছে বাজারে। আর এ সময়ে ডিএসই সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট।
তবে সূচকের পতন থামলেও লেনদেনে বড় ধরনের অবনতি হয়েছে। টানা ৫ দিন ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হওয়ার পর গত বুধবার ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তা ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা। বুধবারের তুলনায় লেনদেন কমেছে ৪১ শতাংশেরও বেশি।
বাজারের এমন পরিস্থিতির বিষয়ে বিশ্লেষকরা জানান, টানা ৬ দিনের দরপতনের পর বাজারে মূল্য সূচক বৃদ্ধি হওয়া অস্বাভাবিক নয়। টানা দরপতনের কারণে অনেক কোম্পানির শেয়ারের দর ক্রয় অনুকূলে রয়েছে। এ কারণে বাজারে শেয়ারের ক্রয় চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে। লেনদেন কমে যাওয়ার বিষয়ে তারা বলেন, বৃহস্পতিবার শেয়ারবাজার থেকে মেয়াদি ৩টি মিউচুয়াল ফান্ডের তালিকাচ্যুতি ঘটেছে। তালিকাচ্যুতির কারণে ফান্ডগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করতে না পারার কারণে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। দিনশেষে কোম্পানিটির ২৩ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার লেনদেন হয়েছে ১৭ কোটি ৮২ লাখ ৯৪ হাজার টাকা। ১৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, ইফাদ অটোস।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৩৬৯ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
পূবালী ব্যাংকের বোর্ড সভা ১০ মার্চ
স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী লভ্যাংশ নির্ধারণী বোর্ড সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক। আগামী ১০ মার্চ বৃহস্পতিবার এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর পূবালী ব্যাংক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৪ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

অবশেষে পতন থামলো শেয়ারবাজারে
অর্থনৈতিক  রিপোর্টার ঃ অবশেষে পতন থেমেছে দেশের শেয়ারবাজারে। গতকাল (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। দিনভর উত্থান-পতনের মধ্য দিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) বেড়েছে ১০.৬৬ পয়েন্ট। এর ফলে দিনশেষে ডিএসই সূচক ৪৪৭২ দশমিক ৮৩ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এর আগে টানা ৬ দিন টানা দরপতন হয়েছে বাজারে। আর এ সময়ে ডিএসই সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট।
তবে সূচকের পতন থামলেও লেনদেনে বড় ধরনের অবনতি হয়েছে। টানা ৫ দিন ৪০০ কোটি টাকার ঘরে লেনদেন হওয়ার পর গত বুধবার ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তা ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা। বুধবারের তুলনায় লেনদেন কমেছে ৪১ শতাংশেরও বেশি।
বাজারের এমন পরিস্থিতির বিষয়ে বিশ্লেষকরা জানান, টানা ৬ দিনের দরপতনের পর বাজারে মূল্য সূচক বৃদ্ধি হওয়া অস্বাভাবিক নয়। টানা দরপতনের কারণে অনেক কোম্পানির শেয়ারের দর ক্রয় অনুকূলে রয়েছে। এ কারণে বাজারে শেয়ারের ক্রয় চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে। লেনদেন কমে যাওয়ার বিষয়ে তারা বলেন, বৃহস্পতিবার শেয়ারবাজার থেকে মেয়াদি ৩টি মিউচুয়াল ফান্ডের তালিকাচ্যুতি ঘটেছে। তালিকাচ্যুতির কারণে ফান্ডগুলো শেয়ারবাজারে বিনিয়োগ করতে না পারার কারণে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। দিনশেষে কোম্পানিটির ২৩ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার লেনদেন হয়েছে ১৭ কোটি ৮২ লাখ ৯৪ হাজার টাকা। ১৭ কোটি ৪৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেল, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, ইফাদ অটোস।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৩৬৯ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
পূবালী ব্যাংকের বোর্ড সভা ১০ মার্চ
স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী লভ্যাংশ নির্ধারণী বোর্ড সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক। আগামী ১০ মার্চ বৃহস্পতিবার এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর পূবালী ব্যাংক ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ১৯৮৪ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে পতন থামলো শেয়ারবাজারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ