পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : উৎসে কর দিতে হবে আমদানি, রফতানি ও ইনডেন্টিং নিবন্ধন সনদপত্র ইস্যু ও নবায়নে গ্রাহককের কাছ থেকে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। গত ২০১৫ সালের ২৭ আগস্ট সরকার এক আদেশে আমদানি, রফতানি ও ইনডেন্টিং সনদপত্র ইস্যু ও নবায়নে প্রাপ্ত ফি’র ওপর ১৫ শতাংশ হারে উেস মূসক কর্তন করে সরকারি কোষাগারে জমার নির্দেশ দেয়া হয়। তখন সরকারের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে মামলা করা হয়েছিল।
এতে আদালত তিন মাসের স্থগিতাদেশও দিয়েছিলেন। তবে স¤প্রতি হাইকোর্ট আগের অন্তর্বর্তীকালীন আদেশটি বাতিল করেছে এবং রিট পিটিশন খারিজ করে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।