Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দি কান্ট্রিনিউজের ৫ম বর্ষে পদার্পন

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনীতি ও ব্যাংকিং খাত ভিত্তিক অনলাইন গনমাধ্যম দি কান্ট্রিনিউজের ৫ম বর্ষে পদার্পন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রাতে ঢাকা ক্লাবে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা সম্পাদক টুটুল রহমান। প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সেকিল চৌধুরী, মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ নূরুল আমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার আব্দুস সবুর, অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি সৌমিত্র দেব, কান্ট্রি নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জোবায়ের রুবেল। এ বছর ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ নূরুল আমিন এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আদ্-দ্বীন হাসপাতালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীফা সীমা। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. নাহিদা ইয়াসমিন ও মুশফিকা নিশাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদার্পন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ