Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস পি১০ ও পি১০ প্লাস উন্মোচন করেছে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ। রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিভাইস দুটি উন্মোচন করা হয়। পি১০ ও পি১০ প্লাসের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৫৬ হাজার ৯০০ ও ৬৬ হাজার ৯০০ টাকা। ২০১৬ সালে দেশের বাজারে ফ্ল্যাগশিপ ডিভাইস পি৯ ও পি৯ প্লাসের সফলতার ধারাবাহিকতায় নতুন ফোন দুটিতে জার্মানির লাইকার ডুয়াল লেন্সসমৃদ্ধ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলোয় ব্যবহার করা হয়েছে কাটিং এজ ও হুয়াওয়ে সুপারচার্জ প্রযুক্তি। পি১০ ও পি১০ প্লাসে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে লাইকা ফ্রন্ট ক্যামেরা। স্টুডিও মানের রি-লাইটিং ও থ্রিডি ফেসিয়াল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহূত হওয়ায় যেকোনো পরিবেশে চমৎকার ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা। ডিভাইস দুটির ক্যামেরায় হাইব্রিড জুম রয়েছে, যা ছবি ধারণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয়বস্তুকে ফোকাস করে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। কুইক চার্জিং প্রযুক্তিসংবলিত এ দুই ডিভাইস চলবে অ্যান্ড্রয়েড নুগাট ৭.১ অপারেটিং সিস্টেমে। ৪ গিগাবাইট র্যামের ডিভাইস দুটিতে ১ দশমিক ৮ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এগুলোয় ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। স আকাশ নিবির



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ