Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্চুয়াল শরবত

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আসল শরবতের মতো স্বাদ ও রংয়ের ভার্চুয়াল শরবত তৈরি করেছেন সিঙ্গাপুরের একদল গবেষক। রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্বাদ ও রং শরবতের মতো হলেও এটি আসলে শুধুই পানি। পানিতে শরবতের স্বাদ আনতে ইলেক্ট্রোড আর রংয়ের জন্য এলইডি বাতি ব্যবহার করেছেন গবেষক দল। নতুন এই প্রযুক্তিতে একদিন গ্রাহক ইন্টারনেটের মাধ্যমে পানীয় শেয়ার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। গবেষক দলের প্রধান নিমেশা রানাসিংগে বলেন, আমদের বর্তমান ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় খাদ্য ও পানীয় আদান প্রদানের ব্যবস্থা নেই যা আমদের প্রাত্যহিক জীবনে খুবই সাধারণ ব্যাপার, প্রাথমিকভাবে এর থেকেই আমাদের অনুপ্রেরণা আসে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং জাপানের কেইও ইউনিভার্সিটি’র সহযোগিতায় এনইউএস-কেইও সিইউটিই সেন্টারে এ গবেষণা চালানো হয়। ধারণা প্রমাণ করার জন্য আপাতত শরবতের টক স্বাদকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই প্রযুক্তিতে আসল শরবতের মধ্যে একটি সেন্সর ডুবানো হয়। যেসব ব্যক্তি ক্যালরি বা লবণাক্ততা কমাতে আহার নিয়ন্ত্রণ করছেন তাদের জন্য এটি সহায়ক হবে বলে মনে করেন তিনি। কারও যদি শরবতের প্রতি আগ্রহ থাকে এবং তার কাছে ভার্চুয়াল শরবত থাকে তবে তিনি কোনো ক্যালরি গ্রহণ করা ছাড়াই একই রকমের অভিজ্ঞতা পেতে পারেন। ভার্চুয়াল এই শরবত পরীক্ষা করে জেনেভিভ লো নামের এক শিক্ষার্থী বলেন, এখনও এতে কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ