Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

অল্পের জন্য বেঁচে গেল এমভি গ্রীন লাইনের শত শত যাত্রী

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল নদী বন্দরের অদূরে গতকাল দুপুরে চরবাড়ীয়ার তালতলীর কাছে কির্তনখোলা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী ক্যাটামেরন নৌযান ‘এমভি গ্রীন লাইন-২’এর সাথে মুখোমুখি সংঘর্ষে একটি কয়লা বোঝাই একটি কার্গো ডুবে গেছে। দুর্ঘটনায় গ্রীণ লাইন-২ নৌযানটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এর যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন। দুর্ঘটনা পরে সব যাত্রীকে নিরাপদে বরিশালে ফিরিয়ে আনা হয়েছে। নিমজ্জিত কার্গোর চালক-কর্মচারীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। গতকাল দপুর প্রায় ৫শ’ যাত্রী নিয়ে বরিশাল বন্দর ত্যাগ করার মিনিট দশেক পরেই ঐ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রীন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। নৌযানটির সামনের অংশের তলা ফেটে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তলা ফেটে যাওয়া অর্ধনিমজ্জিত গ্রীন লাইন-২ উদ্ধারে বিআইডবিøউটিএ’র ‘স্যালভেজ ভ্যাসেল নির্ভিক’ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিল।
গ্রীনলাইনের একাধিক যাত্রী জানান, কয়লা বোঝাই কার্গোটি  দ্রæত বেগে বরিশাল বন্দর মুখি নৌপথ ধরে যাবার সময় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া গ্রীনলাইন-২’এর ওপর আছড়ে পরে। দুটি নৌযানের মুখোমুখি সংঘর্ষে কার্গোটি ডুবে যায়। এতে গ্রীন- লাইন ২ এর সামনের অংশের তলা ফেটে পানি প্রবেস করে । নারী ও শিশু সব যাত্রীরা আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার শুরু করেন। তবে কোন যাত্রী হতাহত হননি। কয়লা বোঝাই কার্গোটি যশোরের নওয়াপাড়া বন্দরের উদ্যেশ্যে যাচ্ছিল বলে বরিশালের নৌপুলিশ জানিয়েছে। এতে প্রায় ৭০ লাখ টাকার কয়লা রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই তারা ট্রলারে করে গ্রীণ লাইনের নারী-শিশুসহ সকল যাত্রীদের নিরাপদে তীরে ওঠাতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া কার্গোটির স্টাফরাও সাঁতরিয়ে তীরে উঠেছে। চেয়ারম্যান জানান, গ্রীন লাইনের তলা ফেটে যাওয়ায় জাহাজটি ধীরে ধীরে কীর্তনখোলায় নিমজ্জিত হচ্ছে। গ্রীন লাইন নেভিগেসনের বরিশাল অফিসের ব্যবস্থাপক মোঃ হাসান সরদার বাদশা জানান, বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীন লাইনের সামনে আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তবে কোন যাত্রী আহত কিংবা নিখোঁজ নেই। সবাইকে নিরাপদে তীরে ওঠানো সম্ভব হয়েছে। গ্রীনলাইন-৩-এর মাধ্যমে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে স্বাভাবিক যাত্রী পরিবহন অব্যাহত থাকবে বলেও জানান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমভি গ্রীন লাইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ