Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ বন্ধে ফের পুলিশকে লিগ্যাল নোটিস

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার বাড়িওয়ালাদের কাছ থেকে পুলিশ কর্তৃক ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করতে আরো লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। এর আগে গত মঙ্গলবার আরেক আইনজীবী এ বিষয়ে নোটিশ পাঠিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা-পরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বুধবার ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে আরো জানানো হয়, ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরির সময় কিছু তথ্য দিতে হয়। কিন্তু সেখানে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ রয়েছে। কিন্তু পুলিশ কর্তৃক নাগরিকদের ব্যক্তিগত তথ্য নেয়ার কোনো আইন নেই। ফৌজদারি কার্যবিধি মোতাবেক শুধু কোনো আদালত চাইলে তাকে তথ্য দিতে হয়। যেহেতু দেশে তথ্য সংরক্ষণের আইন নেই, ফলে এসব তথ্যের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। পুলিশের এসব তথ্য সংগ্রহ করা বিপজ্জনক। কেননা পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে।



 

Show all comments
  • নাম প্রকাশে অনিচ্ছুক ৩ মার্চ, ২০১৬, ৭:৪০ এএম says : 0
    ভাড়াটিয়া তথ্য সংগ্রহ নিয়ে জনগন আতংকিত|
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ বন্ধে ফের পুলিশকে লিগ্যাল নোটিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ