পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর নিজস্ব অফিস ক্রয়ের নিমিত্তে সহায়তার অংশ হিসেবে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের কর্পোরেট সামাজক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ অর্থ প্রদান করা হয়। ১৯ এপ্রিল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ (লাবু) আইসিসি বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নিকট উক্ত চেক হস্তান্তর করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। স বিজ্ঞপ্তি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি, এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় পাঁচ কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় এমটিবি উৎপাদন ও সেবা খাতের নারী উদ্যোক্তাদের মাঝে “এমটিবি গুণবতী” সেবার মাধ্যমে স্বল্প সুদে (সর্বোচ্চ ৯%) ঋণ প্রদান করবে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অন্যান্যের মধ্যে এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার, মোঃ হাসেম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেল ব্যাংকিং, তারেক রিয়াজ খান, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম ও বোর্ড সেক্রেটারি, মোঃ নাজিম হাসান সাত্তারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।