Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌর নির্বাচনে যে দুর্নাম হয়েছে ইউপিতে তার পুনরাবৃত্তি যেন না হয়-এরশাদ

গাইবান্ধায় জাপা’র জেলা সম্মেলন

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তার মধ্যে বাঁচতে চায়। তারা পরিবর্তনের আশায় জাতীয় পার্টিকেই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, পৌর নির্বাচনে ভোট প্রদান নিয়ে যে দুর্নাম হয়েছে, ইউপি নির্বাচনে একই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। তাহলে সেই দুর্নাম চিরস্থায়ী হবে। দলীয় প্রতীকে নির্বাচন করে সরকার বিশ্বকে বোঝাতে চায় সর্বস্তরে তাদেরই নিরঙ্কুশ সমর্থন রয়েছে। তবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। তা না হলে মানুষ ভোটের ব্যাপারে আগ্রহ হারাবে। তিনি গতকাল (বুধবার) বিকেল ৪টায় গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি আলহাজ আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জেলা জাপার সিনিয়ার সহ-সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান চৌধুরী, সাঘাটা উপজেলা চেয়ারম্যান এইচএম গোলাম শহীদ রঞ্জু,জাপার কেন্দ্রীয় সদস্য মেজবাহুল ইসলাম লাবলু ,জাপা নেতা আনোয়ারুল ইসলাম লেবু, মাহমুদুর রহমান মুকুল, রেজাউন্নবী রাজু প্রমুখ।
এরশাদ বলেন, সম্প্রতি উচ্চ আদালতে রাষ্ট্রধর্ম নিয়ে রিট হয়েছে। নব্বইভাগ মুসলমানের এই দেশে এই রিট হতে পারে না। বিষয়টি এখন সংবিধানের অংশ। আমরা আশা করি এই রিট আদালতে বাতিল হবে। শিশু হত্যার বিষয়ে সংসদে দুঃখ প্রকাশ করলেই চলবে না। শিশুসহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা দিতে না পারলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে না। তিনি বলেন, হত্যা ও সন্ত্রাসের কারণ কর্মসংস্থানের অভাব। যার ফলে সারাদেশে মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুবসমাজ জড়িত হয়ে পড়েছে।
সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। পরে এরশাদ সাবেক এমপি আলহাজ আব্দুর রশিদ সরকারকে সভাপতি, শাহজাহান খানকে সিনিয়র সহ-সভাপতি ও রাগিব হাসান চৌধুরী হাবুলকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটির ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচনে যে দুর্নাম হয়েছে ইউপিতে তার পুনরাবৃত্তি যেন না হয়-এরশাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ