Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠান বর্তমান এমপিকে কটাক্ষ করলেন সাবেক এমপি

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : শিবপুর আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দল জেলা পর্যন্ত গড়াতে শুরু করেছে। গত সোমবার নরসিংদীর নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়ার অভিষেক বা দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে শিবপুরের একজন সাবেক এমপি বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লাকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। বিগত নির্বাচনের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ও জনতার সামনে সাবেক এমপি বর্তমান এমপি ও তাদের সমর্থকদের বাকযুদ্ধ তথা উত্ত্যপ্ত বাক্য বিনিময়ের পর জেলা পর্যায়ের সমাবেশে এটাই ছিল শিবপুরের এমপি সিরাজ মোল্লার বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার। মন্ত্রী-এমপিদের সাথে মঞ্চে উপবিষ্ট থাকাবস্থায় এমপি সিরাজ মোল্লাকে কটাক্ষ করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। সাবেক এমপির বক্তব্য চলাকালেই সমাবেশে গুঞ্জন শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা, শহর ও গ্রাম থেকে আসা নেতাকর্মীদের এই অনুষ্ঠানটি ছিল আওয়ামী লীগের একটি মিলন মেলা। জেলা-উপজেলা, শহর ও গ্রাম পর্যায়ের উল্লেখযোগ্য প্রায় সকল নেতাকর্মীই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শুধুমাত্র রায়পুরার এমপি ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু অনুষ্ঠানে যোগ দেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ