Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ট্রেনিং চলছে পুরোদমে

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে -ধর্ম সচিব

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শামসুল ইসলাম : হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম নিখুঁত ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকার অদূরে আশকোণাস্থ হজ অফিসে ট্রেনিং পুরোদমে চলছে। ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগকৃত আইটি বিভাগ বিজনেস অটোমেশন লিমিটেড হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ধর্ম মন্ত্রণালয়ের সুবজ সংকেত পেলেই হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। সম্প্রতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ অফিসে ঘোষণা করেছিলেন চলতি মাসের প্রথম সপ্তাহে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে প্রায় ১৪শ’ হজ এজেন্সি’র লাইসেন্স নবায়ন, বৈধ এজেন্সির তালিকা প্রকাশ করা সম্ভব না হওয়ায় প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। এতে হজ এজেন্সিগুলো ও হজযাত্রীরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুল জলিল হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সফল করার জন্য সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। ধর্মসচিব আব্দুল জলিল বলেন, সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কাজকে এগিয়ে নেয়ার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল বুধবার আশকোণাস্থ হজ অফিসে হজযাত্রীদের প্রাক নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে ৫৭ জেলার ৫৭ জন সহকারী প্রোগ্রামারকে প্রশিক্ষণ প্রদানকালে ধর্মসচিব আব্দুল জলিল একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শহীদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন পরিচালক হজ (উপ-সচিব) ড. আবু সালেহ মোস্তফা কামাল, বিজনেস অটোমেশনের সিইও ও সাবেক পরিচালক হজ মো: বজলুল হক বিশ্বাস, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক মোস্তফা আকবর ও শোয়েব আহমেদ মাসুদ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ (১৪৩৭ হিজরী) অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজযাত্রী হজব্রত পালন করতে সউদী আরবে যেতে পারবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকি সব বেসরকারী ব্যবস্থাপনায় হজে যাবেন। হজ প্যাকেজে এ-ক্যাটাগরি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং বি-ক্যাটাগরি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪ হাজার ৯শ’ ৩ টাকা। হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার পর আগামী ৩০ মে-এর মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধ করে হজযাত্রীগণ পিলগ্রিম আইডি নিয়ে হজে যাওয়ার সুযোগ পাবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে গতকাল ধর্মসচিব আব্দুল জলিল হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে সহকারী প্রোগ্রামারদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণকালে প্রোগ্রামারদের প্রাক-নিবন্ধনের তত্ত্বীয় এবং প্রায়োগিক বিষয়াদির ওপর আলোকপাত করে এর প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়। গত ২৫ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ যথাক্রমে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইউডিসি এবং স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। ইউডিসি এবং সহকারী প্রোগ্রামারদের সার্বিক প্রশিক্ষণের পাশাপাশি তাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অবহিত করা হয়। সচিব মহোদয় সহযোগিতার জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান। গত ২৯ ফেব্রুয়ারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রমে ব্যবহার্য সফটওয়্যারের সার্বিক সক্ষমতা এবং কারিগরি বিষয়াদি পরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের প্রধানের সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নিয়োজিত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লি:-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বুয়েটের কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি প্রাক-নিবন্ধনবিষয়ক সফটওয়্যারের নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য কারিগরি দিক পরীক্ষা-নিরীক্ষা করবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষে কম্পিউটার সাইন্স ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহফুজুর রহমান এবং বিজনেস অটোমেশন লি:-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল হাসান মিতুল। এদিকে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের এক বিবৃতিতে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করতে বিলম্ব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সকল বৈধ হজ এজেন্সির নবায়নসহ তালিকা জাতীয় দৈনিকে প্রকাশ করে হজের কার্যক্রম শুরু করার জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম যাতে বিঘিœত না হয় তার জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের বলেন, অবৈধ গ্রুপ লিডাররা হাজীদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে কম টাকায় হজে নেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতি ২ লাখ ৩০ হাজার টাকায় হজযাত্রী সংগ্রহ করছে, যা জাতীয় হজ ও ওমরাহ নীতির সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং হাজীদের প্রতারণার কবল থেকে রক্ষার জন্য অবৈধ গ্রুপ লিডারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান। হজ অফিসের আইটি বিজনেস অটোমেশন লিমিটেডের সিইও বজলুল হক বিশ্বাস ইনকিলাবকে বলেন, বিগত দু’বছরের ন্যায় হজ নিয়ে কেউ যাতে বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে তার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। হজযাত্রীদের নিবন্ধন নিয়ে জনগণের মনে যাতে বিন্দুমাত্র সন্দেহ না থাকে সকলকে অবহিত করে খোলামেলাভাবে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। কবে নাগাদ হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে এমন প্রশ্নের জবাবে বজলুল হক বিশ্বাস বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সবুজ সঙ্কেত পেলেই প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ট্রেনিং চলছে পুরোদমে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ