Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিককল্যাণ তহবিলে ওয়ালটনের প্রায় ৪ কোটি টাকা

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

সরকারের শ্রমিককল্যাণ তহবিলে প্রায় ৪ কোটি টাকা দিয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন। গত মঙ্গলবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে ওয়ালটনের পক্ষ থেকে ওই চেক হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রীর হাতে ৩ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৩১ টাকার চেক তুলে দেন ওয়ালটন গ্রুপের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড ট্রাস্ট কমিটির চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। ২০১৫-১৬ অর্থবছরের লভ্যাংশ থেকে এ অর্থ প্রদান করে ওয়ালটন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম সচিব মো. মিয়া আমিনুল ইসলাম। ওয়ালটনের পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, আবুল বাশার হাওলাদার ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মাহমুদুল হক, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. হাবিবুর রহমান ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর আশিক আল মামুন। উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী শ্রমিকদের কল্যাণে গঠন করা হয় বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন। শ্রম আইনে প্রতিবছর লভ্যাংশের একটি অংশ সরকারের শ্রমিককল্যাণ তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ওয়ালটন প্রতি বছর শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের একটি অংশ প্রদান করে আসছে। গত বছরও ওই তহবিলে ৩ কোটি ৮ লাখ ৩৯ হাজার টাকা দিয়েছিল ওয়ালটন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিককল্যাণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ