Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুটানে পানিবিদ্যুৎ প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশ -পরারষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আজ ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:৩৩ এএম, ১৮ এপ্রিল, ২০১৭

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশ ভুটানে পানিবিদ্যুৎ প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ থেকে বাংলাদেশ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ভুটান সফর সম্পর্কে জানাতে গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানিবিদ্যুৎ আমদানি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। ভুটান থেকে আমরা ভারতের ওপর দিয়ে বিদ্যুৎ আমদানি করব। কত সময় লাগবে বা কত মেগাবাইট বিদ্যুৎ আমদানি হতে পারে জানতে চাইলে এ এইচ মাহমুদ আলী বলেন, এটা এখন বলা মুশকিল। তবে তা এক হাজার মেগাওয়াটের কাছাকাছি হতে পারে। তিনি বলেন, এখন প্রাথমিক সমীক্ষা শুরু হবে। আগামীতে নেপালেও আমরা এ ধরনের বিদ্যুৎ প্রকল্পে যোগ দিতে পারি।
এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, নেপালে অনুষ্ঠিতব্য চতুর্থ বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে এ বিষয়ে একটি স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
শেখ হাসিনার ভুটান সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের আমন্ত্রণে দেশটিতে আগামী ১৮ থেকে ২০ এপ্রিল সফর করবেন প্রধানমন্ত্রী। দুই দেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হবে ১৮ এপ্রিল। এ সময় নদীর অববাহিকা-ভিত্তিক পানিসম্পদ ব্যবস্থাপনা, পানিবিদ্যুৎ, উপ-আঞ্চলিক সহযোগিতা, কানেক্টিভিটি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানে অটিজমের উপর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে থিম্ফুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ ছাড়া এ সময় তিনি থিম্ফুতে বাংলাদেশ দূতাবাসের নির্মাণ কাজও উদ্বোধন করবেন। এসময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।
চুক্তি ও সমঝোতা স্মারকগুলো হলোÑ বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বৈত কর পরিহার, কৃষি ও কৃষিজাত পণ্যমান, সাংস্কৃতিক সহযোগিতা, ভুটান কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-রুট ব্যবহার, পণ্যের মান নিয়ন্ত্রণ সম্পর্কিত সমঝোতা স্মারক এবং ভুটান কর্তৃক বাংলাদেশ দূতাবাস স্থায়ীভাবে নির্মাণের জন্য জমি বরাদ্দের চুক্তি।
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, থিম্ফুতে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে বাংলাদেশ দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। এ ছাড়া থিম্ফুতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব অটিজম শীর্ষক আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
তিনি বলেন, এ সফরে ভুটানকে বোঝানো হবে তারা যেন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল (বিবিআইএন) এই চার দেশের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে  ‘বিবিআইএন মোটরযান চুক্তিতে ফিরে আসে। স¤প্রতি ভুটান বিবিআইএন থেকে তাদের প্রত্যাহার করেছে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে ড্রুক এয়ার কেবি-৩০৩ ভিভিআইপি ফ্লাইটে ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেনÑ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং অটিজম ও নিওরো ডেভলপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির চেয়ারপারসন, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। বেলা ১১টা ৩৫ মিনিটে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন দেশটির প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এ সময় ভুটান সরকারের কর্তাব্যক্তিরা ও সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী উপস্থিত থাকবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদানের পাশাপাশি ভুটানের ঐতিহ্যবাহী স্কার্ফ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে সফরকালীন আবাসস্থল লা মেরিডিয়ান থিম্ফুতে নিয়ে যাওয়া হবে। সেখানে ভুটানের রয়েল প্রিভি-কাউন্সিলের সভাপতি লিওনপো দর্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।
সফরের প্রথমদিন বেলা পৌনে ৩টার দিকে রাজপ্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী। ভুটানের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজপ্রাসাদের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন তিনি। বিকেল ৫টায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় রয়েল বাংকোয়েট হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন দুই প্রধানমন্ত্রী। সাড়ে ৭টার দিকে ভুটানের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার সকাল ৯টায় রয়েল বাংকোয়েট হলে অটিজম ও নিউরো ডেভলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে সূচনা ফাউন্ডেশন (সাবেক গেøাবাল অটিজম), অ্যাবিলিটি ভুটান সোসাইটি (এবিএস) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয়।
সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘এএসডি ও অন্যান্য নিউরো ডেভলপমেন্টাল সমস্যায় ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য কার্যকর ও টেকসই বহুমুখী কর্মসূচি’। সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছাড়াও কয়েকটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। সরকারি নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, বিশেষজ্ঞরা সম্মেলনে অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে কৌশলগত দিক নিয়ে আলোচনা করবেন।
ঐদিনই বেলা ১১টায় ভুটানের রাজার উপস্থিতিতে থিম্ফুর হিজোতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। দুপুরে অটিজম ও নিউরো ডেভলপমেন্ট ডিজঅর্ডার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের সম্মানে ভুটানের প্রধানমন্ত্রীর দেয়া ভোজে অংশ নেবেন শেখ হাসিনা
বেলা ২টায় ‘দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে অটিজম ও অন্য নিউরো ডেভলপমেন্ট ডিজঅর্ডারগুলো সফলভাবে মোকাবেলায় সক্ষম করা’ শীর্ষক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় লিংকানা প্যালেসে ভুটানের রাজা ও রানীর  নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ড্রুক এয়ারের কেবি-৩০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ভুটান ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ