Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিজিটাল ওয়ালেট ‘পে ৩৬৫’

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

দেশে এই প্রথম বাণিজ্যিকভাবে চালু হলো কেনাকাটার ডিজিটাল ওয়ালেট ‘পে ৩৬৫’। অ্যাপটি উন্নয়ন করা হয়েছে আইটি সলিউশন প্রতিষ্ঠান ডাটাসফট সিস্টেমস, অ্যাপ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ফাইনটেক ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সহযোগিতায়। পে ৩৬৫-এর যাত্রা উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডাটাসফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, পরিচালক ও সিওও মানজুর মাহমুদ, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড এন্টারপ্রাইজ আর্কিটেকচার আশিকুল ইসলাম আখন্দ, ফাইনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহায়মিন মোস্তফাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। এর আগে মীনা বাজার ও ক্রিমসন কাপ কফিশপে সরাসরি পেমেন্টের মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন অ্যাপটির শুভসূচনা করেন। পে ৩৬৫-এর বিশেষত্ব হলো, এ একটি অ্যাপের মাধ্যমেই হাতের মুঠোফোনটি হয়ে যাবে কেনাকাটার ডিজিটাল ওয়ালেট। অ্যাপটি ব্যবহার করা যাবে নগদ টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ডের মতো করেই। প্রতিবার এটি ব্যবহারের সময় একটি স্বতন্ত্র কিউআর কোড তৈরি করবে, যার মাধ্যমে ক্রেডিট বা ডেবিট কার্ডের মতোই অর্থ পরিশোধ করা যাবে। প্রতিবার কেনাকাটায় লাগবে পিন কোড। ফলে ফোনটি হারিয়ে বা অন্য কারো হাতে গেলেও কোনো ক্ষতি নেই।
ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ