Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দাবিতে নার্সদের অবস্থান

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ব্যাচ, মেধা, জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার।
আগের দিনের ধারাবাহিকতায় গতকাল (বুধবার) সকাল থেকেই আন্দোলনরত নার্সদের ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’ শ্লোগানে মুখরিত হয়ে উঠছে জাতীয় প্রেসক্লাব এলাকা। দ্বিতীয় দিনের মতো তারা এই কর্মসূচি পালন করছেন। গত মঙ্গলবার সকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচিতে আসেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার বলেন, নার্স নিয়োগে পূর্বের নিয়ম বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করে আসছি। এর মধ্যেই গত ৮ ডিসেম্বর মুখ্য সচিবের সভাপতিত্বে নার্সিং পেশার সার্বিক অগ্রগতি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)-এর পরীক্ষার মাধ্যমে ২২ ডিসেম্বরের মধ্যে নার্স নিয়োগের প্রথম স্তরের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। এতে অনেক নার্স বেকার হয়ে যাবে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
বিপিএসসি বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করে পূর্বের নিয়ম বহালের আদেশ চেয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আলটিমেটাম দিলেও তা অবজ্ঞা করা হয়। এর আগে দুই ধাপে, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রায় সাড়ে ছয় হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু এখন সেই নিয়ম বাতিল করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে। ফলে যাদের বয়স পার হয়ে গেছে তারা বেকার হয়ে যাবে। অবস্থান কর্মসূচিতে আয়োজক সংগঠনের মহাসচিব ফারুক হোসাইনের নেতৃত্বে ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার ও ডিপ্লোমা নার্স প্রতিনিধিরা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দাবিতে নার্সদের অবস্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ