পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ ব্যাংকের এক নির্বাহী পরিচালককে বলপূর্বক বদলি (ফোর্স রিলিজ) করা হয়েছে। গত বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিভাগীয় আদেশ জারি করা হয়েছে। যার স্মারক নং এইচআরডি-১ঃ১৯/২০১৭।
আদেশে বলা হয়েছে, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর এক নির্দেশে দেবাশিস্ চক্রবর্ত্তীকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রধান কার্যালয় হতে রাজশাহী অফিসে বহাল করা হয়। এক্ষণে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেবাশিস্ চক্রবর্ত্তীকে বদলিকৃত অফিসে যোগদানের নিমিত্তে ১৩ এপ্রিল, ২০১৭ (আজ) তারিখ কার্যদিবস শেষে বিমুক্ত করা হলো।
কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ গত ১ মার্চ প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক দেবাশিস্ চক্রবর্ত্তীকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে বদলির আদেশ দেয়। যার স্মারক নং- কর্মচারী নির্দেশ নং-এইচআরডি-১ঃ ১১৭/২০১৭। ওই আদেশের এক মাস অতিবাহিত হলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, কোনো কর্মকর্তার বদলির আদেশের স্বাধারণভাবে তিনি একমাস পর্যন্ত পুরাতন কর্মস্থলে থাকতে পারেন। এর কোনো ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও সুযোগ রয়েছে। কিন্তু দেবাশিস্ চক্রবর্ত্তী নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করেননি। অবশেষে যোগদান না করার ১২ দিন অতিবাহিত হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক বলপূর্বক বদলির আদেশ দিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।