Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনটি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : তিনটি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলো ভিসা প্রসেসিং ফি, মূল্যায়ন ফিসহ অন্যান্য ফি বাবদ যে অর্থ আয় করে তা সংশ্লিষ্ট দেশে প্রত্যর্পণের ক্ষেত্রে অনুমোদিত ডিলারদের প্রতি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগ এ সার্কুলার জারি করে। সার্কুলারে অনুমোদিত ডিলারদের যে তিনটি নির্দেশনা দেয়া হয় সেগুলো হলো অনুমোদিত এজেন্টদের মাধ্যমে অভিবাসন আবেদনের বিপরীতে ফি আকারে যে অর্থ আয় করে থাকে তাও উল্লিখিত তিনটি শর্তানুযায়ী বিদেশি দূতাবাসগুলো বৈদেশিক মুদ্রায় প্রত্যর্পণ করতে পারবে। এছাড়া নির্ধারিত ফি অনুযায়ী ভিসা ফি আদায় হয়েছে কি-না তা নিশ্চিত করতে হবে, প্রতিটি ভিসা আবদনের বিপরীতে যে অর্থ আদায় হয়েছে তা বিদেশি দূতাবাস বা অফিস থেকে ইনভয়েস আকারে গ্রহণ করতে হবে এবং যে পরিমাণ কর কর্তনযোগ্য সেটি কর্তন করতে হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, ১৯৯৩ সালের ৩ আগস্ট জারি করা সার্কুলার অনুযায়ী যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই সেসব দেশও ভিসা ফি থেকে অর্জিত অর্থ বিদেশে প্রত্যর্পণ করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ