Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু জবাই সহ্য না হলে এদেশ ছাড়তে হবে -ইসলামী নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নিউইয়র্কে বসে বাংলাদেশে গরু জবাই নিষিদ্ধের দাবির প্রতিবাদ করেছেন ইসলামী আন্দোলন ও ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের নেতৃবৃন্দ। তারা বলেন, গরু জবাই বন্ধের উস্কানি দাতাদের এদেশে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে এদেশ ছাড়তে বাধ্য করতে হবে।
পীর সাহেব চরমোনাই
‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের’ বক্তব্য বাংলাদেশে গরু জবেহ নিষিদ্ধ করতে হবে এ ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের’ উস্কানিমূলক বক্তব্য সীমা ছাড়িয়ে যাচ্ছে তাদেরকে নিষিদ্ধ করতে না পারলে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর পাঁয়তারা করতে থাকবে। তিনি বলেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে বসে মুসলমানদের স্বার্থবিরোধী বক্তব্য বিবৃতি দিয়ে ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে। ভারত হিন্দু অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও সেখানে গরু জবেহ হয়ে আসছে। অতি সম্প্রতি বর্তমান মোদি সরকার আসার পর সেখানে গরু জবেহ নিষিদ্ধের উপর নিষেধাজ্ঞা জারি করছে। মোদি সরকারের সাথে তাল মিলিয়ে ঐক্য পরিষদ নেতারা এ দাবি করে হিন্দুস্তানের তাঁবেদারি করছে। এসব তাবেদারদের ঠাই এদেশে হবে নাই।
পীর সাহেব চরমোনাই বলেন, এভাবে মুসলমানদের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট
ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবদুল হান্নান আল-হাদী ও অন্যান্য নেতৃবৃন্দ মুসলিমবিদ্বেষী আমেরিকায় বসে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কর্তৃক বাংলাদেশে গরু জবাই নিষিদ্ধের দাবি এদেশে ধর্মীয় দাঙ্গা বাধানোর পাঁয়তারা। এরা বাংলাদেশে দাঙ্গা বাধিয়ে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মতো এদেশের মুসলমানদের বিতাড়িত করতে চাইছে। তারা বলেন, এদেশের মুসলমান নিউইয়র্কের চক্রান্ত এদেশে বাস্তবায়িত হতে দেবে না। নেতৃবৃন্দ ঐক্য পরিষদের এ চক্রান্তের প্রেক্ষিতে এ সংগঠনের বিরুদ্ধে সরকারকে শক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এদেশের মুসলমানরা এদেশেই থাকবে এবং সব সময় ইসলামের বিধানমতে গরু জবাইও চলবে। যাদের গরু জবাই সহ্য হচ্ছে না তাদেরকে হিন্দুস্তানে চলে যেতে বাধ্য করা হবে।



 

Show all comments
  • মুকাররম ২ মার্চ, ২০১৬, ৩:৫৫ পিএম says : 0
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু জবাই সহ্য না হলে এদেশ ছাড়তে হবে -ইসলামী নেতৃবৃন্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ