পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
উমর ফারুক আলহাদী : লাশ আর লাশ। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মিলছে লাশ। কুপিয়ে, গুলি করে, শ্বাসরোধ করে, নির্যাতন করে, অপহরণ করে হত্যার ঘটনা আশঙ্কাজন হারে বেড়ে গেছে। শুধু গতকালই দেশে ৫ জনকে হত্যা করা হয়েছে। তবে উদ্বেগের কারণ হলো শিশু হত্যার ঘটনাগুলো। এ নিষ্ঠুরতা দিন দিন বেড়েই চলেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন জায়গায় এখন প্রতিদিনই খাল-বিল, নদী-নালা, পুকুরে ক্ষতবিক্ষত, বস্তাবন্দি, হাত পা বাঁধা ও গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যাচ্ছে নারী-পুরুষ ও শিশুর লাশ। এমনকি হত্যার পর মাটির নিচে লাশ চাপা দিয়ে রাখার ঘটনাও ঘটছে। শুধু গতকাল মঙ্গলবার বেলা ১টার মধ্যেই টঙ্গীতে গাছের ডালে, কুমিল্লায় নালায়, রাজধানীর ধানমন্ডি লেকে, চট্টগ্রামে খালে ও মুন্সীগঞ্জে বাড়িতে ঝুলন্ত অবস্থায়সহ ৫ টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ আওয়ামী লীগ নেতা, সাতক্ষীরায় এক যুবক ও সাভারে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এদিকে সাম্প্রতিক শিশু হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত সোমবার সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, শিশু হত্যার প্রবণতা বেড়ে গেছে। কেন এই জিঘাংসা? পরিবারের একটি ছোট ঘটনার জন্য একটি শিশুকে কেন হত্যা করা হবে? এই শিশু হত্যার ঘটনায় আমি ধিক্কার জানাই। যারা শিশু হত্যার সাথে জড়িত, আমি আশা করি আদালত তাদের মৃত্যুদ- দিয়ে সর্বোচ্চ শাস্তি দেবে।
সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল, যা নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। এরপর কুমিল্লায় দুই শিশুকে হত্যার অভিযোগ আসে তাদের সৎ ভাইয়ের বিরুদ্ধে। তার আগে গত বছর সিলেটে রাজন, খুলনায় রকিব নামে দুই শিশুকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনাও ছিল আলোচিত। শিশু হত্যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান শেখ হাসিনা। তবে এতসব খুন-খারাবির পরেও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর যেন তেমন মাথা ব্যথা নেই। এক শ্রেণীর অসাধু পুলিশ ও র্যাব সদস্য অপরাধ দমনের পরিবর্তে অবৈধভাবে টাকা কামানোর ধান্ধায় ব্যস্ত। অভিযোগ রয়েছে, অপহরণ কিংবা হুমকি ও চাঁদাদাবীর পর থানায় জেডি করলেও সময় মতো পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। ফলে একের পর এক বাড়ছে খুনের ঘটনা। খুন করে লাশ গুমের ঘটনাও ঘটছে। মানুষ এখন অসহায়। কোথাও নিরাপত্তা নেই। মানবাধিকার সংগঠনের নেতা নেত্রীরা বলছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকা- বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা এখন বেপরোয়া।
টঙ্গী: টঙ্গীতে আম গাছে সুজন দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা গেছে, টঙ্গীর গোপালপুরে সুজন দাসের বাড়ির পাশের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের দুই দিন পর রিয়াদ নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াদ উপজেলার দিশাগঞ্জের খোকন মিয়ার ছেলে। রোববার থেকে রিয়াদের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা পুলিশকে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালায় ১০ বছর বয়সী ওই শিশুর লাশ পাওয়া যায়। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র জানান, ‘মঙ্গলবার সকালে উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালায় ১০ বছর বয়সী ছেলেটির লাশ পাওয়া যায়।’ কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনো তথ্য দিতে পারেন নি ওসি।
ঢাকা: নিখোঁজের দু’দিন পর রাজধানীর ধানমন্ডি লেক থেকে সুদিপ্ত দত্ত (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া বইকণ্ঠপুর গ্রামে। সুদীপ্ত বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ধানমন্ডির পূর্ব রায়েরবাজার ১৬৯/১ নম্বর বাসায় তার মায়ের সঙ্গে ভাড়া থাকতেন।
সুদীপ্তর বাবা অসিম কুমার দত্ত জানান, ‘তিনি সূর্যের হাসি ক্লিনিকের চট্টগ্রামের প্রজেক্ট ম্যানেজার। তিনি চট্টগ্রামেই থাকেন। রবিবার পড়া বাদ দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখার সময় সুদীপ্তর মা ছন্দা দত্ত সুদীপ্তকে বকা দেন। এরপর সুদীপ্ত ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে লেকে তার লাশ পাওয়া যায়। অভিমান থেকেই সুদীপ্ত আত্মহত্যা করেছে বলে তার বাবার ধারণা।’
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার মধ্যবর্তী মিলিটারি পুল (সেতু) ভাঙার সময় মোহাম্মদ হাসেম (২৮) নামের নিখোঁজ হওয়া নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল বেলা পৌনে ১২টার দিকে বোয়ালখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসেম নওগাঁর চকনদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিখোঁজ হওয়া শ্রমিকের লাশটি বোয়ালখালী খালে নিমজ্জিত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরের পশ্চিম হরপাড়া এলাকায় পলি বিশ্বাস (২৩) নামের এক অন্তঃসত্ত্বার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তার স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পলির আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, পলির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাঁকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
নিহত পলির বোনের স্বামী সুমন শীল বলেন, গত সোমবার সকাল ৯টার দিকে পলির স্বামী শিপলু শিল ফোন করে বলেন, ‘আপনার বোনকে সামলান, না হলে ওরে মাইরা ফালামু।’ পরে সন্ধ্যায় মরদেহ নিয়ে যেতে এক প্রতিবেশী ফোন দেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, এ ঘটনায় শিপলু শীলকে আটক করা হয়েছে। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভিন্ন মানবাধিকার কর্মী ও হাসপাতারের চিকিৎসকরা বলছেন, আশঙ্কাজনকহারে বাড়ছে খুন গুমের ঘটনা। গত দুই মাসে কথিত বন্দুকযুদ্ধে ৩৫ জন। মিলছে ৭৬টি বেওয়ারিশ লাশ।
সেই সাথে বাড়ছে বেওয়ারিশ লাশের সংখ্যা। গত একমাসে শুধু রাজধানীতেই ৭৬টি বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ৪ জানুয়ারী থেকে ফেব্রুয়ারী এ দুই মাসে রাজধানী ঢাকাসহ সারাদেশে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে খুন হয়েছেন ৩৫ জন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৪ শতাধিক ব্যক্তি। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাসা-বাড়ি, দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাট থেকে ধরে নেয়ার পর কারো কারো লাশ মিলছে, অধিকাংশ ক্ষেত্রেই নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাচ্ছেন না তাদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা। এ অভিযোগ নিখোঁজ ব্যক্তি ও ক্রসফায়ারে নিহত ব্যক্তিদের পরিবারের। মানবাধিকার সংগঠনগুলোর কর্মকর্তা ও কর্মীরা বলছেন, ‘দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে ত্রাসের সৃষ্টি হয়েছে। বেড়ে গেছে খুন গুমের ঘটনা, বাড়ছে ক্রসফায়ার। বিষয়টি অত্যন্ত উদ্বেগের হলেও এ ব্যাপারে সরকারের যেন মাথাব্যথা নেই। বরং বিভিন্নভাবে দায়িত্বশীল ব্যক্তিরা ক্রসফায়ারকে উসকে দিচ্ছেন। গত ২ দিন সরেজমিন পরিদর্শন ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।