পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : অসহিষ্ণুতা নিয়ে মাসখানেক আগে সুপারস্টার শাহরুখ খানের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। এরপর তাকে ফের অহিষ্ণুতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে নারাজ। তার দাবি বাকস্বাধীনতা মানে নীরব থাকার অধিকারও।
শাহরুখ তার আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্যান’-এর ট্রেলর মুক্তির সময় এই মন্তব্য করেন। সেখানেই তার কাছে সাংবাদিকরা জানতে চান, অসহিষ্ণুতা নিয়ে তার মন্তব্যের পর দেশজুড়ে রাজনৈতিক মহলে যে সমালোচনার ঝড় উঠেছিল, সে প্রসঙ্গে তার অভিজ্ঞতা কেমন। এর উত্তরে কিং খান বলেন, কেকেআর ও মুম্বাই ইন্ডিয়ানস-এর মধ্যে ম্যাচ চলাকালীন তার মাথায় শুধু একটা কথাই ঘোরে, আউট। এছাড়া আর ম্যাচের ভিতর তিনি ঢুকতে চান না। ঠিক একইভাবে তিনি এ বিষয়ের মধ্যেও আর ঢুকতে চান না। তার বক্তব্য, বাকস্বাধীনতা মানে নীরব থাকার অধিকারও। শাহরুখ জানিয়েছেন, তিনি এখন আর এ প্রসঙ্গে কোনও মন্তব্য করবেন না।
শাহরুখ গত নভেম্বরে নিজের পঞ্চাশতম জন্মদিনে বলেন, দেশের মধ্যে এখন মারাত্মক অসহিষ্ণুতার পরিস্থিতি রয়েছে। এরপরই বিজেপি নেতাদের তোপের মুখে পড়েন। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তার ‘দিলওয়ালে’ ছবি মুক্তির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে চাপের মুখে শাহরুখ বলতে বাধ্য হন অসহিষ্ণুতা নিয়ে তার মন্তব্য বিকৃত করা হয়েছে। সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।