পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউপির মুমিনপুর আলিকা খালে অপরিকল্পিতভাবে নির্মিত এলাকার বোরো ফসল ধ্বংসকারী সøুইসগেট অপসারণ এবং কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন কৃষকরা। গতকাল রোববার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে ‘রুনিয়া হাউনিয়া হাওর বোরো ফসল রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে কৃষক নেতারা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হাউনিয়া ছনিয়া হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. কর্তৃক জাইকার অর্থায়নে মুমিনপুরের আলিকা ও বড়ভাগার মিলনস্থলে নির্মিত সরু আকৃতির সুইসগেটের কারণে এলাকার সহস্রাধিক কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে আসছেন। তারা অভিযোগ করেন, গড়ে ১৫০ ফুট প্রস্থের খালের পানি নিষ্কাশনের জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে স্থাপিত চার ফুট প্রস্থের তিন কপাটের সুইস গেটের কারণে চলতি মৌসুমে রুনিয়া, হাউনিয়া, ডুবার ও বলদার হাওরের প্রায় ১৫’শ একর জমির ফসল একেবারে নষ্ট হয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা। এর আগে পানিবদ্ধতা সৃষ্টি হয়ে ২০১৫-১৬ সালে কৃষকদের প্রায় চার কোটি টাকার ফসল নষ্ট হয়। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এই সুসইগেট এলাকার কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে মর্মে ২০১৫ সালের নভেম্বরে উপজেলা পরিষদের মাসিক সভাকে অবগত করেন তৎকালিন দয়ামীর ইউপি চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ। এই সøুইসগেট অপসারণ এবং কৃষকদের ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত এলাকার কৃষকদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান কৃষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘রুনিয়া হাউনিয়া হাওর বোরো ফসল রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ। উপস্থিত ছিলেন কমিটির নেতা মো. দিলু মিয়া, আমির আলী, গিয়াস উদ্দীন, নজমুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।