Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউচুয়াল ফান্ড বন্ধের সিদ্ধান্ত স্থগিতে আপিলে নো অর্ডার

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ হাইকোর্টের রায় আপিলে স্থগিত হওয়ার পর এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড বন্ধে বিএসইসির নেয়া সিদ্ধান্ত স্থগিতের আপিলে নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিএসইসির পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারী আলী জামানের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন। এইমস ওয়ানের ও গ্রামীণের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। পরে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ানের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান বলেন, রায়ের বিরুদ্ধে বিএসসিইর আপিল শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডের মেয়াদ বিষয়ে ২০১০ সালের ২৪ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নির্বাহী আদেশে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে বিএসইসি এক সভায় সিদ্ধান্ত হয়, এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড চলতি বছরের ৩১ ডিসেম্বর বন্ধ করে দেয়া হবে। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিট হোল্ডার আলী জামান গত বছর রিট করে। শুনানি শেষে ওই সিদ্ধান্তের এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে বিএসইসি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। গত ১৭ ডিসেম্বর চেম্বার বিচারপতি এ বিষয়ে উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। বিএসইসি, ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের করা তিনটি আবেদন ১৮ জানুয়ারি আপিল বিভাগে শুনানির আসে। আপিল বিভাগ পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে বলে ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলে। ওই ফান্ড বন্ধ করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে বিএসইসির করা লিভ টু আপিলে বিবাদী হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। শুনানি শেষে আপিল বিভাগ বিএসইসিকে আপিলের অনুমতি দিয়ে হাইকোটের রায়ের কার্যকারিতা স্থগিত করে ২৯ মার্চ আপিল শুনানির জন্য রাখে। এরপর বিএসইসি এক সিদ্ধান্তে ১৪ দিন সময় বেঁধে দিয়ে ওই দুই মিউচুয়াল ফান্ড বন্ধ করতে বলে। সিদ্ধান্ত স্থগিত চেয়ে রিট আবেদনকারী চেম্বারে আদালতে আবেদন করে। গতকাল আপিল বিভাগ এ আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউচুয়াল ফান্ড বন্ধের সিদ্ধান্ত স্থগিতে আপিলে নো অর্ডার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ