Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুয়াওয়ের আয়োজনে সাউথইস্ট এশিয়া ট্যালেন্ট ডেভেলপমেন্ট ফোরাম

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাউথইস্ট এশিয়া ট্যালেন্ট ডেভেলপমেন্ট ফোরাম উন্মুক্ত করেছে হুয়াওয়ে। সম্প্রতি ব্যাংককে আইসিটি খাতের উন্নয়ন, ডিজিটাল রূপান্তরের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এ ফোরামের আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এবং এ শিল্পখাত সংশ্লিষ্টদের অনুশীলন ও অভিজ্ঞতা থেকে শেখার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা। ফোরামে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ সমূহের সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় কনসালটেন্সি এজেন্সির সিনিয়র কনসালটেন্ট এবং হুয়াওয়ের নির্বাহীগণ ডিজিটাল রূপান্তরের অভ্যুত্থানে মেধার উন্নয়ন নিয়ে বিশ্বজুড়ে চলতি বিষয়গুলো নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। এ বিষয়গুলোর মধ্যে ডিজিটাল সমাজ ও আইসিটি রূপান্তর, দক্ষিণপূর্ব এশিয়ার হিউম্যান ক্যাপিটাল ট্রেন্ড, জাতীয় আইসিটি মেধা উন্নয়ন সমাধান এবং ডিজিটাল প্রতিভার রূপান্তর অন্তর্ভুক্ত ছিল। এ বিষয়ে হুয়াওয়ের প্রিন্সিপাল স্ট্র্যাটেজি কনসালটেন্ট ইভান হুয়াং বলেন, ‘ইতোমধ্যেই আইসিটি অর্থনীতির চালিকাশক্তি হিসেবে স্বীকৃত এবং এটা শিল্পখাতের বিপ্লব- ইন্টেলিজেনটাইজেনের সুযোগ করে দিচ্ছে। এখনই সময় ‘ডিজিটাল’ বিষয় উন্মুক্ত করার। টেলকো অপারেটরদের উচিত নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক মডেল চালু করার ক্ষেত্রে অনিশ্চয়তাগুলো সনাক্ত করা। এ ডিজিটাল যুগ টেলিকম প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক পরিবর্তন ও প্রতিভার রূপান্তরের অভিজ্ঞতার সুযোগ করে দিবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফোরাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ