Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে খাদ্যসামগ্রীর দাম কমেছে ২৬ শতাংশ

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবে এ বছরের জানুয়ারিতে খাদ্যসামগ্রী যেমন চাল, গুঁড়ো দুধ, পনির, উদ্ভিজ্জ তেল, হিমায়িত মুরগি এবং আমদানিকৃত হিমায়িত গোশতের দাম কমেছে। যা গত বছর একই সময়ের তুলনায় ২৬ শতাংশ কম। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের (এমসিআই) বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এমসিআই বলছে, সউদীতে যাবতীয় পণ্যের প্রচুর সরবরাহ রয়েছে; বিশেষ করে খাদ্যসামগ্রী। এজন্যই সেগুলোর পাইকারি মূল্য কমেছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রচুর পরিমাণে সরবরাহ ছাড়াও এসব পণ্যের গুণগত মানও আগের যেকোনও সময়ের চেয়ে ভালো। আমদানিকারক ও দোকানিদের মধ্যে প্রতিযোগিতাও বেশ সুস্থ। বাজারে কৃষি পণ্যেরও ব্যাপক সরবরাহ রয়েছে। কারণ এ বছর আবহাওয়া শস্য ক্ষতি করতে পারেনি। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বলছে, খাদ্যসামগ্রীর মূল্য যাতে আর বৃদ্ধি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে। একইসঙ্গে প্রতিবেশী পারস্য দেশগুলোর সঙ্গে খাদ্য পণ্যের মূল্যও তুলনা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদীতে খাদ্যসামগ্রীর দাম কমেছে ২৬ শতাংশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ