Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালপুরে গমের আবাদ বেড়েছে

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেলায় চলতি বছর গমের ব্যাপক আবাদ করা হয়েছে। ফলে কৃষকরা অতিরিক্ত ফলনের আশা করছেন। কৃষি বিশেষজ্ঞ সূত্রে জানা গেছে, গত বছর গমের বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাওয়ায় জেলার কৃষকরা অধিক পরিমাণ জমিতে গমের আবাদ করেন। কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) সূত্র জানায়, জেলায় চলতি বছর ৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে ২৭ হাজার ৫৫০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এবার গমের চাষ করা হয়েছে। এ বছর গত বছরের তুলনায় ৩৯৫ হেক্টর বেশি জমিতে গমের আবাদ করা হয়েছে, যাতে ১ হাজার ২২৪ টন অতিরিক্ত গম উৎপাদিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, চলতি বছর জেলার জামালপুর সদর উপজেলায় ১ হাজার ১৩৫ হেক্টর, সরিষাবাড়িতে ৫৬০ হেক্টর, মেলান্দহে ৯২০ হেক্টর, ইসলামপুরে ১ হাজার ৪৭৫ হেক্টর, দেওয়ানগঞ্জে ১৪শ’ হেক্টর, মাদারগঞ্জে ১ হাজার ৪৭৫ হেক্টর ও বকশীগঞ্জ উপজেলায় ২ হাজার ১২০ হেক্টর জমিতে গমের আবাদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামালপুরে গমের আবাদ বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ