Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএন্ডএফ এজেন্টের বিক্ষোভ চট্টগ্রাম কাস্টম হাউসে দুই ঘণ্টা অচলাবস্থা

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের দুই নেতার লাইসেন্স স্থগিত ও কারণ দর্শাও নোটিশ দেওয়ার প্রতিবাদে দুইঘণ্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে ইউনিয়নের সদস্যরা। ফলে গতকাল (বুধবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি-রফতানি সংক্রান্ত কাজ বন্ধ ছিল। পরে কাস্টমস কমিশনারের আশ্বাসে কাজে যোগ দেন সিএন্ডএফ কর্মচারীরা। জানা গেছে, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মো. মনজুরুল আলম ভূঁইয়ার লাইসেন্স স্থগিত ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে কারণ দর্শাও নোটিশ দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এর প্রতিবাদে দুইঘণ্টা কাজ বন্ধ রাখে ইউনিয়নের সদস্যরা। সকাল থেকে দুইঘণ্টা কাজ বন্ধ থাকলেও ১২টার পর থেকে কাজ শুরু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার রেজাউল হক। চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ খায়রুল বাশার মিল্টন বলেন, সংগঠনের শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদকের সিএন্ডএফ প্রতিষ্ঠান আলম ট্রেডিং এর লাইসেন্স স্থগিত করা হয়েছে। অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে। তিনি বলেন, এর প্রতিবাদে আমরা নগরীর আগ্রাবাদে সিএন্ডএফ টাওয়ারের সামনে সমাবেশ করেছি। সমাবেশ শেষে চট্টগ্রাম কাস্টমস কমিশনারকে বিষয়টি জানিয়েছি। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ