Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা দুদিন ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : সর্বশেষ সপ্তাহের শেষ দিন (শুক্রবার) স্বর্ণের আন্তর্জাতিক বাজার শেষ হয়েছিল ঊর্ধ্বমুখিতায়। চলতি সপ্তাহের প্রথম দিনেও ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে ধাতুটির বাজার। নিউইয়র্কে সোমবার স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। স্বর্ণের বাড়লেও এদিন দাম কমেছে রুপার। নিম্নমুখী প্রবণতায় ছিল শিল্পধাতু তামার দামও। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের (নিমেক্স) কোমেক্স বিভাগে সোমবার আউন্সে ৪ ডলার ২০ সেন্ট দাম বেড়েছে স্বর্ণের। জুনে সরবরাহ চুক্তিতে দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ২৫৫ ডলার ২০ সেন্টে। গত শুক্রবার স্বর্ণের দাম আউন্সে ৩ ডলার ২০ সেন্ট বেড়েছিল। জুনে সরবরাহ চুক্তিতে দশমিক ৩ শতাংশ বেড়ে ওইদিন প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ২৫১ ডলার ২০ সেন্টে বিক্রি হয়েছিল। ফ্যাক্টসেটের তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ে ৮ দশমিক ১ শতাংশ। আর্থিক মন্দাভাবের শঙ্কা, রাজনৈতিক জটিলতা, দুর্বল ডলার ও বাড়তি চাহিদায় প্রথম প্রান্তিকে ধাতুটির দরে বড় প্রবৃদ্ধি ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশটিতে বেকারত্বের হার ৪ দশমিক ৭ শতাংশ। এ তথ্য স্বর্ণের বাজারকে নিম্নমুখী করে তুলতে পারে বলে মনে করছেন কালায়জিয়ান। স্বর্ণের দাম বাড়লেও নিমেক্সে সোমবার নিম্নমুখী ছিল রুপার বাজার। এদিন ধাতুটির দাম আউন্সে ৪ দশমিক ৪ সেন্ট কমেছে। মে মাসে সরবরাহ চুক্তিতে দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স রুপা বিক্রি হয়েছে ১৮ ডলার ২১ সেন্টে। ফ্যাক্টসেটের তথ্যমতে, বছরের প্রথম প্রান্তিকে রুপার দরে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ