Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। এই মার্চের আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে এসেছে বাঙালির কাক্সিক্ষত স্বাধীনতা। ইতিহাস সৃষ্টিকারী এই মাস বাঙালির হৃদয়ে চিরভাস্বর। পাকিস্তান প্রতিষ্ঠার পর দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রাম, শোষণ-বঞ্চনা, জেল-জুলুমের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় এই মাসেই আসে বাঙালির কাক্সিক্ষত স্বাধীনতার ঘোষণা। তৎকালীন পূর্ব বাংলার গণমানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে ঘোষণা দেন- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ২৫শে মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ২৬শে মার্চ আসে চূড়ান্ত স্বাধীনতার ঘোষণা। পুরোজাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। মুক্তির অদম্য স্পৃহায় উদ্দীপ্ত সমগ্রজাতি জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যেতে থাকে। ৯ মাস দীর্ঘ সংগ্রামে ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় বাঙালির কাক্সিক্ষত স্বাধীনতা। এদিন ছাত্রলীগের একক নেতৃত্বে মুক্তিসংগ্রাম এগিয়ে নিতে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। সেদিন থেকে সকল সভায় সভাপতিত্ব করার গৌরব অর্জন করেন নূরে আলম সিদ্দিকী এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন শাজাহান সিরাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ