Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় ওয়ান-ইলেভেন- জোরালো হচ্ছে কুশীলবদের বিচার দাবি

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

তারেক সালমান : রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পাড়া-মহল্লা, হাট-বাজার কিংবা চায়ের দোকানে এখন একটাই আলোচনা Ñ ওয়ান-ইলেভেনের কুশীলব এবং সহযোগীদের বিচার। এ নিয়ে দেশের সর্বত্রই এখন চলছে আলোচনায়-সমালোচনা এবং বিচারের দাবি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোতে অংশ নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করার মধ্য দিয়ে আলোচনায় আসে ওয়ান-ইলেভেনের বিষয়টি। এরপর সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে ওয়ান-ইলেভেনের কুশীলবদের বিচারের দাবি উঠতে থাকে। এরই একপর্যায়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার দুই সম্পাদকের বিচার চেয়ে জাতীয় সংসদে বক্তব্য রাখেন। এর পরই দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। যদিও ওইসব মামলার বেশির ভাগ বাদীই বিভিন্ন মামলার দাগি আসামি। এ বিষয়টি নিয়ে এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা কমিশন গঠন করে বিচার দাবি করেছেন। ওয়ান-ইলেভেনের বিশেষ সময়ের প্রেক্ষাপট সামনে আসায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি গত রোববার জামালপুর ও শেরপুর জেলায় জাতীয় পার্টির কর্মী সম্মেলনে দেয়া বক্তব্যে বলেছেন তার দলের নেতা বর্তমান সরকারের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও ওয়ান-ইলেভেনের ঘটনায় জড়িত এবং তিনি তার (মাহমুদের) বিচারও চেয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি সংসদেও ওয়ান-ইলেভেনের কুশীলবদের ব্যাপক সমালোচনা করেছেন সরকারের দুই মন্ত্রী।
গত রোববার ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দীন-মইনকে ক্ষমতায় আনার পেছনে ষড়যন্ত্রকারী হিসেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত। এরশাদ বলেন, অবৈধভাবে ফখরুদ্দীন-মইনকে ক্ষমতায় আনার পেছনে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ যে কজনের নাম এসেছে, তাদের সঙ্গে আরেকজনের নাম সংযোজন করতে হবে; তিনি হচ্ছেনÑআমার দলের প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, আনিস সেই সময় আমাকে সরিয়ে অবৈধভাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন। আমি ওয়ান-ইলেভেন হোতাদের সঙ্গে তারও বিচার দাবি করছি।
এদিকে, জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্যরা ওয়ান-ইলেভেনের কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা সুপ্রিমকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে তদন্ত কমিশন গঠনের কথা বলেছেন। তারা বলেছেন, দেশে আগামীতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য গণতন্ত্র ও সংবিধান ধ্বংস এবং বিরাজনীতিকরণের ষড়যন্ত্রে জড়িত ষড়যন্ত্রকারীদের বিচার হতেই হবে। নোবেলজয়ী ড. ইউনূস ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ওয়ান-ইলেভেনের সরকারের সহযোগী ছিলেন। তারা বিরাজনীতিকরণ করতে ষড়যন্ত্র করেছিলেন Ñ এমন অভিযোগ করে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
২৮ ফেব্রুয়ারি রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব দাবি জানান।
এ বিষয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওয়ান-ইলেভেনের কুশীলবদের কড়া সমালোচনার পাশাপাশি ওই সময় কারা কী করেছে তা তদন্ত করে জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে একটি কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, ভবিষ্যতে যাতে আর ওয়ান-ইলেভেনের সৃষ্টি না হয় সেজন্য তাদের বিচার করতেই হবে। ওয়ান-ইলেভেনের কুশীলবরা এখন সরি বলেন। তারা সরি বললেই কি সব শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কে ফিরিয়ে দেবে কারাভোগের সেই ১১টি মাস। সরি বললেই কি আমি সুস্থ হয়ে যাব? কী ষড়যন্ত্রই না করা হয়েছে।
তিনি বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবরা দশ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। ওই সময় খালেদা জিয়া বাক্সপেটরা গুছিয়েছিলেন ছেলেকে নিয়ে দুবাইয়ে পালিয়ে যেতে। একমাত্র শেখ হাসিনার দৃঢ়-সাহসী উচ্চারণের কারণেই সব ষড়যন্ত্র ভেদ করে দেশে গণতন্ত্র এসেছে। জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধু, চার জাতীয় নেতা ও যুদ্ধাপরাধীদের বিচার করছেন এবং দ- কার্যকর করছেন। মোহাম্মদ নাসিম ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কঠোর সমালোচনা করে বলেন, মাহফুজ আনাম ভুল করে স্বীকার করেছেন। কিন্তু রাজনীতিবিদ, প্রশাসন, পুলিশ, ব্যবসায়ীরা ভুল করলে তাদের অবধারিত জেলে যেতে হয়। কিন্তু মাহফুজ আনামরা ভুল করলে শুধু ‘সরি’ বললেই সব শেষ। কোনোদিন শান্তির জন্য কাজ করেননি, অথচ ড. ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান! এক-এগারোর পটভূমি তৈরি করার জন্যই এ ষড়যন্ত্র করা হয়েছিল।
এ বিষয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মাহফুজ আনাম প্রসঙ্গে অ্যামনেস্টিসহ অনেকে কথা বলছেন। কিন্তু একাত্তরের গণহত্যা, ৭৫-এর শিশু হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, কর্নেল তাহেরকে গোপনট্রায়ালে হত্যা, আগুনযুদ্ধ, পুড়িয়ে শত শত মানুষকে হত্যার সময় এরা একটি কথা বলেনি, কোনো বিবৃতি দেয়নি। মাহফুজ আনামের স্বীকারোক্তি নিয়ে সমালোচনা চলছে, তখন তারা হঠাৎ করেই হস্তক্ষেপ হচ্ছে বলে হৈচৈ করছেন। এরা একচোখা সংস্থা বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, ওয়ান-ইলেভেনের কুশীলবরা যে চরিত্রেরই হোক না কেন, তারা যে পেশারই হোক না কেন এই দুষ্টচক্রকে বিচারের আওতায় আনতে হবে। এজন্য সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে।
তিনি বলেন, মাহফুজ আনাম গংয়ের বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মানুষ আইনি প্রক্রিয়া শুরু করেছে। এই ধারাবাহিকতা অক্ষুণœ রাখার জন্য আরও যারা এই দুষ্টচক্রের সদস্য তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এজন্য একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। এ কমিশনের মধ্য দিয়ে সব অপকর্মকারীদের চিহ্নিত করতে হবে। তাদের বিচারেরও আওতায় এনে দেশের ১৬ কোটি মানুষের স্বার্থকে রক্ষা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলোচনায় ওয়ান-ইলেভেন- জোরালো হচ্ছে কুশীলবদের বিচার দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ