Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদের নবম অধিবেশন শেষ

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়েছে। সোমবার শেষ কার্যদিবসে প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্যের পরে স্পিকার এ সংক্রান্ত প্রেসিডেন্টের আদেশ পড়ে অধিবেশনের সমাপ্তি করেন। এর আগে গত ২০ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হয়েছিল। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
২০১৬ সালের বছরের প্রথম এই অধিবেশনকে শীতকালীন অধিবেশন হিসেবেও ধরা হয়। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট বছরের প্রথম এই অধিবেশনের প্রথমদিনে জাতীয় সংসদে ভাষণ দেন। রেওয়াজ অনুযায়ী তার ভাষণের পরপরই প্রথমদিনের অধিবেশন মুলতবি করেন স্পিকার। এর পরের কার্যদিবসগুলোতে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক থেকে নবম অধিবেশন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়, যা সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে সংসদে প্রেসিডেন্টের দেয়া ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেয় কার্য উপদেষ্টা কমিটি। এতে প্রায় ৫৬ ঘণ্টা আলোচনা হয়। এছাড়া ৯ বিল পাস হয়েছে সংসদে।
গতকাল (সোমবার) বিকেল পৌন ৫টায় অনুষ্ঠেয় সংসদের বৈঠক শুরু হয়। এতে প্রেসিডেন্টের ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদের নবম অধিবেশন শেষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ