Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়লো

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৫২ পিএম, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬

স্টাফ রিপোর্টার : নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ আরো ১৫ দিন বৃদ্ধি করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার ফখরুলের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
নিয়ম অনুযায়ী জামিনের ওই মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নতুন করে জামিন চাইতে হবে মির্জা ফখরুলকে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তার জামিনের মেয়াদ শেষ হয়। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রমুখ। পরে মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ফখরুল ইসলামের আইনজীবীদের বলা হয়েছে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য। তিনি বলেন, তার আইনজীবীরা কি পদক্ষেপ নিবেন সেটা তার এবং আইনজীবীদের বিষয়। এখানে আপিল বিভাগ কোনও নির্দেশনা দেয়নি। বিচার বিভাগ নিয়ে সিলেটে ফখরুলের সাম্প্রতিক মন্তব্য এবং তা নিয়ে গণমাধ্যমে যে খবর এসেছেÑ সে বিষয়ে এই বিএনপি নেতার ব্যাখ্যাও এদিন আদালতে হলফনামা আকারে জমা দেন জয়নুল আবেদীন। পল্টন থানার এই তিনটিসহ নাশকতার সাত মামলায় গ্রেফতার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাইকোর্ট মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গতবছর ২১ জুন পল্টন থানার ওই তিন মামলায় হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখে। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন ফখরুল। এর মধ্যে আত্মসমর্পণ করতে ফখরুলকে আপিল বিভাগের বেঁধে দেয়া সময় ২ নভেম্বর শেষ হয়। তার মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল শুনানি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ। হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৪ নভেম্বর রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় ফখরুলকে তিন মাসের জামিন দেয়, যার মেয়াদ শেষ হয় ২৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে তিন মাসের সংক্ষিপ্ত জামিন আদেশ চ্যালেঞ্জ করে মির্জা ফখরুল ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। চেম্বার বিচারপতির বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বেঞ্চে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়লো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ