Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে হেরেছেন শীর্ষ দুই রক্ষণশীল নেতা

প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে দুই শীর্ষ রক্ষণশীল নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ ইয়াজদি ও আয়াতুল্লাহ মোহাম্মদ তাগহি মেসবাহ-ইয়াজদি তাদের আসন হারিয়েছেন। গত সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল নির্বাচনের ফলাফলে এ তথ্য জানা গেছে।
ইরানের মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির সমর্থনে সংস্কারবাদী জোট বিশেষজ্ঞ পরিষদের বিদায়ী চেয়ারম্যান ইয়াজদি ও সংস্কারবাদীদের ব্যাপক বিরোধিতাকারী মেসবাহ-ইয়াজদি’র বিরুদ্ধে প্রচারণা চালায়। তবে তৃতীয় রক্ষণশীল নেতা আহমাদ জান্নাতি বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন। তিনিও রুহানি জোটের টার্গেট ছিলেন। বিশেষজ্ঞ পরিষদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কর্মকা- দেখভাল করে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এটা উল্লেখ করা হয়েছে।
জান্নাতি তেহরানে ১৬তম হয়েছেন। তিনি রক্ষণশীল নিয়ন্ত্রিত অভিভাবক পরিষদের চেয়ারম্যান। গত শুক্রবার অনুষ্ঠিত বিশেষজ্ঞ পরিষদ ও পার্লামেন্ট নির্বাচনের ফলাফল অবশ্যই অভিভাবক পরিষদকে নিশ্চিত করতে হবে। তবে নির্বাচনের ফলাফল যাচাই বাছাই করতে আগামী কয়েকদিন লাগতে পারে। ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ। কারণ খামেনি মারা গেলে এ পরিষদ তার উত্তরসূরি বাছাই করবে। তেহরানে পরিষদ নির্বাচনে রুহানি তৃতীয় এবং তার প্রধান মিত্র সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আকবর হাসেমি রাফসানজানি প্রথম হয়েছেন। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে হেরেছেন শীর্ষ দুই রক্ষণশীল নেতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ