Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডসের মনোনয়ন আহ্বান

অগোচরে থাকা সফল নারীদের সম্মাননা দেবে আইপিডিসি ফাইন্যান্স

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ডেইলি স্টারের সহযোগিতায় দেশব্যাপী অগোচরে থাকা সফল নারীদের সম্মাননা জানানোর এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। যেসব নারী অগোচরে থেকে দেশ গড়ার কাজে অংশ নিয়েছেন তাদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ডেইলি স্টারের সহযোগিতায় এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যবসায়িক উদ্যোগ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি, সাহসী কাজ, আত্মোন্নয়ন এবং তৈরী পোশাক খাতে অবদানের জন্য অগোচরে থাকা এই সফল নারীদের মনোনয়ন আহবান করা হচ্ছে।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগোচরে থাকা এই দেশ গড়ার কারিগরদের নীরব এবং নিরলস অবদানের স্বীকৃতির জন্য আমরা ‘আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০১৭’ প্রদানের উদ্যোগ নিয়েছি।
যে কেউ তার আশেপাশের এই অগোচরে থাকা সফল নারীদের মনোয়ন করতে পারেন এবং তাদের গল্প জানাতে পারেন এই ঠিকানায়- ঁ[email protected] কল করতে পারেন- +৮৮০১৭৮৫৪৪৪১১১ (প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা) অথবা ভিজিট করতে পারেন- https://goo.gl/SN7ydy. একটি স্বাধীন এবং বিশেষজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে প্রার্থীদের মনোনীত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ